শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইইউকে তোফায়েল আহমেদ

  |   বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইইউকে তোফায়েল আহমেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ-এর চতুর্থ রাউন্ডের সভায় তিনি এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। এই সরকারের আকার বড় নাকি ছোট হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন স্বল্পন্নত দেশ হলেও ২০২৪ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হব। ২০২৭ সাল পর্যন্ত আমরা স্বল্পন্নত দেশের সুবিধা পাবো।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে আমাদের রপ্তানি ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আমাদের আমদানি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। আমরা তাদের অনুরোধ করেছি আমরা যখন স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হব তখনও যাতে জিএসপি সুবিধা বলবৎ থাকে। তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জিএসপি সুবিধা দিয়েছে সে বিষয়েও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা দরকার। এ বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি। আগামী বছরের মার্চে আবারো আমরা বৈঠকে বসব। আমাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা করছি।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১৬ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com