মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

  |   রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট

rowson earshed

২৩ মার্চ:  দশম জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি অধিবেশন থেকে ওয়াক আউট করেছে।  বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রোববার অধিবেশন শুরুর ১২ মিনিটের মাথায় তারা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান। তবে মাত্র ৯ মিনিট অধিবেশনের বাইরে থেকে ৫টা ২২ মিনিটে আবার অধিবেশনে যোগ দেয় দলটি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। শুরুতেই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেয়ার সুযোগ পান বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম।

তিনি তার বক্তব্য শুরু করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কঠোর সমালোচনা করে।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় পার্টি অতীতে এককভাবে সংসদে কখনো বিরোধীদল ছিলো না। কখনো বিএনপির সঙ্গে আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে সংসদে ছিলো। কিন্তু এবার আমরা এককভাবে বিরোধীদল হিসেবে সংসদে আছি। সংসদে বিরোধীদল নেই টিআইবির এমন বক্তব্য অন্যায়। তারা বিদেশিদের হস্তক্ষেপে এমন বক্তব্য দিয়েছে।’

তাজুল বলেন, ‘আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করবো। সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।’

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকার বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা অন্যায়। এতে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে বিদ্যুতের দাম বাড়ানোর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পায়নি। কিন্তু সরকার আমাদের দেশে এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

প্রায় ১০ মিনিটের এ বক্তব্য শেষ করে ৫টা ২২ মিনিটে তাজুল ইসলাম ওয়াক আউটের ঘোষণা দেন। তাদের এমন ঘোষণার সঙ্গে সরকারি দলের উপস্থিত সংসদ সদস্যদের মাঝে হাসির রোল পড়ে যায়।

এর পরপরেই রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, ‘বিরোধী দল বিরোধীতার জন্য ওয়াক আউট করেছে। অথচ তারা যখন ক্ষমতায় ছিলো, তখন ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ দাবিতে তাদের ওয়াক আউট করা মোটেও সমীচীন নয়।’

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১০ | রবিবার, ২৩ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com