শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে সেবার মান নিশ্চিতকরণে নাগরিক কমিটির মতবিনিময় সভা

  |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

শেরপুরে সেবার মান নিশ্চিতকরণে নাগরিক কমিটির মতবিনিময় সভা

শাহরিয়ার মিল্টন,শেরপুর : সরকারি সেবার মান নিশ্চিতকরণে শেরপুরে মতবিনিময় সভা করেছে জেলা নাগরিক কমিটি। রবিবার  ( ৫ ডিসেম্বর) দুপুরে শহরের নিউমার্কেট আইডিইবি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
কমিটির সভাপতি সাংবাদিক শরিফুর রহমান। সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মান্নান,
সম্পাদক জসিন্তা দফো, শ্রীবরদীর সম্পাদক দিদার হোসেন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল, প্রিপ ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি সঞ্জিত কুমার দে প্রমুখ। জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ ষান্মাসিক এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, দাত সংস্থা ইউকে এইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ‘সেবার মান নিশ্চিতকরণে নাগরিকদের সম্পৃক্তকরণ প্রকল্প’। ওই প্রকল্পের আওতায় গঠন করা হয়েছে জেলা ও উপজেলা নাগিরক কমিটি। সরকারি সেবাদানকারি অফিস এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবাসমুহের বিষয়ে  সাধারণ নাগরিকরা যাতে জানতে পারেন, যথাযথ সেবা পান, কোন ধরনের হয়রানি কিংবা জটিলতার শিকার না হন সেসব বিষয়ে অ্যাডভোকেসি এবং লবিং করে থাকেন নাগরিক কমিটির সদস্যরা। নাগরিক কমিটির ভুমিকার কারণে গত ৬ মাসে ১৫৯ জন বিধবা ও বয়ষ্ক ভাতাভোগীর মোবাইল ফিন্যানসিয়াল সেবাদানকারি প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর জটিলতা নিরসন হওয়ায় তারা আটকে থাকা ৩ মাসের ভাতার টাকা তুলতে পেয়েছেন।

সার-বীজের ন্যায্যমুল্য নিশ্চিত করতে কৃষি কর্মকর্তা ও ডিলারদের নিয়ে গণশুনানীর ফলে ১ হাজার ৯০০ কৃষকের আনুমানিক সাড়ে ১১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্তরা প্রনোদনার সাত হাজার টাকা করে পেয়ে ২০০
জন দরিদ্র নারী-পুরুষ আত্মকর্মে নিয়োজিত হয়ে স্বাবলম্বি হয়েছেন। সভায় জেলা নাগরিক কমিটিকে আরও গতিশীল ও সক্রিয়করণের উপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৪৮ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com