শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

  |   সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

শেখ হাসিনাকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

পুলিশের ৩৪৯ জন কর্মকর্তাকে সেবামূলক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সাহসিকতা পদক প্রদান করা হচ্ছে । প্রতি বছর পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী।

আজ   রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পুলিশ কর্মকর্তাদের হাতে সাহসিকতা পদক তুলে দিবেন।

এবারই সর্বোচ্চ সংখ্যক ৩৪৯ জন কর্মকর্তাকে সাহসিকতা পদকপ্রদান করা হচ্ছে। গতবছর পদক পেয়েছিলেন ১৮২ জন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক হিসেবে বিবেচিত। কর্মকর্তারা এর জন্য আর্থিক সুবিধাও পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারেন।

সাহসিকতা পদকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চারটি ক্যাটাগরি। এগুলো হলো- বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), বাংলাদেশ পুলিশ সেবা পদক(বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক।

চলতি বছরবাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৪০ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ৬২ জন। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক ১০৪ জন এবং ১৩৪ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদক দেওয়া হচ্ছে।

শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাহসিকতা পদক পাচ্ছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ,ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া,কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, ডিআইজি মো. আনোয়ার হোসেন।

এছাড়া অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে এবং ২০১৫ সালে জামায়াত-বিএনপির পেট্রলবোমায় ঢাকার মৎস্য ভবন মোড়ে আহত হয়ে মারা যাওয়া ডিএমপির কনস্টেবল শামীম মিয়াকে বিপিএম (মরণোত্তর) দেয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৫ | সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com