বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

  |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানলেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ১০৮ রান করা মুরালি বিজয়কে এবার ৭ রানের মাথায় ফেরালেন তাসকিন। এরপর ১০ রান করা লোকেশ রাহুলকেও বিদায় করলেন এই টাইগার পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২৩ রান করেছে ভারত।

বাংলাদেশকে ফলোঅন না কারিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েন ভারত। সকালে ফলোঅনের লজ্জাটা একপ্রকার জেঁকে বসেছিল সবার মনে। কিন্তু শেষমেশ রক্ষা হয়েছে অপ্রত্যাশিতভাবে। ২৯৯ রানের লিড পাওয়ার পরও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভরসা পেলেন না আরেকবার ফিল্ডিং করার।

এদিকে প্রথম ইনিংসে মুশফিকের ১২৭ রানের বীরোচিত ইনিংসে ভর করে ৩৮৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ফলে ভারতের চেয়ে ২৯৯ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করল টাইগাররা।

ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়েই চতুর্থ দিন মাঠে নামেন মুশফিক-মিরাজ। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই বিদায় নিলেন মিরাজ। এরপর একে একে ফিরে গেলেন তাইজুল, তাসকিন।

তবে সবাইকে ছাড়িয়ে অসাধারণ খেলেছেন ক্যাপ্টেন। নয় উইকেট খুইয়ে বাংলাদেশের যখন যায়যায় অবস্থা। ঠিক তখনও অবিচল ছিল মুশফিকের ব্যাট। শেষ পর্যন্ত লাল-সবুজের দেশকে লড়াকু এক শতক উপহার দেন মুশফিক। টেস্টে এটি তাঁর পঞ্চম শতরানের ইনিংস।

এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়েছিল ৬ উইকেটে ৩২২ রান। ৮১ রানে মুশফিক ও ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন মিরাজ।

ওইদিন টেস্টে তিন হাজারি ক্লাবে নাম লেখান মুশফিক। তার আগে তুলে নেন ১৬তম অর্ধশতও। তাঁকে সঙ্গ দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো টেস্টে অর্ধশতক রানের দেখা পান মিরাজ।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিকের সঙ্গে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব। শেষ পর্যন্ত ৮২ রানে বিদায় নেন সাকিব।

হতাশ করেন সাব্বির রহমান। তিনি ফিরে যান ১৬ রান করে। এছাড়া দিনের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও তামিম ইকবাল ২৫ রান করে আউট হন।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৫৯ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com