শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শপথ নিলে তারা হবেন জাতীয় বেইমান: অলি

  |   বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

শপথ নিলে তারা হবেন জাতীয় বেইমান: অলি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ১৬ কোটি মানুষের সঙ্গে বেইমানি করা হয়েছে এমন দাবি করে ২০ দলীয় জোট নেতা ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘জনগণকে অসম্মান করে সংসদে যাওয়া গ্রহণযোগ্য নয়। যারা যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। এলডিপি তাদের সমর্থন করবে না।’

বুধবার ডিওএইচএসের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, ‘২০১৪ সালের পর থেকে দেশ একদলীয় শাসনের দিকে অগ্রসর হয়েছে। ২০১৮ সালের ইলেকশনের মাধ্যমে একদলীয় শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আমার নিজের চোখে দেখা ও অভিজ্ঞতা থেকে বলছি, ২৯ তারিখ রাতে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ভোট পুলিশ, বিজিবি, ছাত্রলীগের অস্ত্রধারীরা এক হয়ে ব্যালট পেপার কেটে বাক্স ভর্তি করেছে।’

‘আশ্চর্যজনকভাবে বিএনপি ও ঐক্যফ্রন্টের আটজনকে বিপুল ভোটে জয়লাভের সুযোগ করে দেওয়া হয়েছে। অন্য যেখানে বিরোধী দলের প্রার্থীর নির্বাচিত হওয়ার কথা সেখানে নির্বাচিত না হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেক কেন্দ্রে যেখানে বিরোধী প্রার্থীদের ৮০ ভাগ ভোট পাওয়ার কথা সেখানে শূন্য ভোট পেয়েছে। এ অবস্থায় ড. কামালের দুজনসহ বিএনপির ছয়জনের বিজয় লাভ একটি অষ্টম আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা।’

এলডিপি প্রধান বলেন, ‘গত নির্বাচনের আগে দেশের ১৬ কোটি মানুষ নির্যাতিত হয়েছে, জাতি ধর্ম দলমত নির্বিশেষ সবার প্রতি নির্যাতন অত্যাচার অবিচার করা হয়েছে। তাদের অসম্মান করে সংসদে যাওয়াটা মানবিক, সামাজিক, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। যে বা যারা যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির এমপিদের সংসদে যাওয়ার কথাবার্তা হচ্ছে, এ বিষয়ে কর্নেল অলি বলেন, ‘যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করি কেউ লোভের বশবর্তী হয়ে খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল এবং বিএনপিকে বিপদগামী করছে।’

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে যতদূর জানি বা চিনি, আমার থেকে তাকে বেশি কেউ ঘনিষ্ঠভাবে জানেন না। রাজনৈতিক, পারিবারিক সামাজিক, আমি তার সঙ্গে যেভাবে সংশ্লিষ্ট ছিলাম এভাবে বিএনপির আর কেউ ছিল না। আমি যতদূর জানি, তিনি কখনও নিজের সুবিধার জন্য কারও সঙ্গে আপস করবেন না।’

নির্বাচিত আট এমপি শপথ নিলে এলডিপির অবস্থান কী হবে-এমন প্রশ্নের জবাবে অলি বলেন, ‘লোভ ও জাতির সঙ্গে বেইমানি করা কোনো কাজে এলডিপি কখনও সমর্থন করবে না। ১৮ কোটি ভোটারের সঙ্গে বেইমানি করে যদি সংসদে যায় সেটা আমি সমর্থন করবো না।’

সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে একাধিক জায়গায় প্রতিনিয়ত রেপ করা হচ্ছে। এই প্রথমবার সোনগাজীর ঘটনা নিয়ে সারাদেশ উত্তপ্ত হয়েছে। এখানে বোধগম্য নয়, এই রেপটাকে এত গুরুত্ব কেন দিল। আগের রেপগুলো যেখানে হয়েছে সেগুলো কেন গুরুত্ব পেল না। সোনাগাজীতে রেপ হওয়ার কারণে প্রধানমন্ত্রী ওই মেয়ের মা-বাবাকে ডেকে আর্থিক অনুদান দিয়েছেন। আগামীতেও তাদের আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে আমি শুনেছি। তাকে এজন্য আমি এলডিপির পক্ষ থেকে দলের সভাপতি ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই।’

‘এখানে আমার মনে একটি প্রশ্ন, তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য যেসব রেপ হয়েছে, তাদের সুযোগ-সুবিধাগুলো কেন দিলেন না? এবার যেভাবে রেপিস্টগুলোকে ধরে নিয়ে এলো, অন্যান্য জায়গায় রেপগুলো হয়েছে তারা এখনও কেন ধরাছোঁয়ার বাইরে। এগুলির বিচার হচ্ছে না। রেপের বিচার এদেশে নেই বললেই চলে। এই প্রথমবার দেখলাম সোনাগাজীর ঘটনায় দ্রুত ধরা পড়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ২১:৫৮ | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com