শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

 লন্ডনে এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা

  |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

 লন্ডনে এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা

লন্ডন প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী, বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বোর্ডস অব গভর্নরস এর সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের গতিশীল উন্নয়নের সফল রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সর্বজন শ্রদ্ধেয় মরহুম জনাব এম সাইফুর রহমান সাহেব এর ১৩তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে “বাংলাদেশী কমিউনিটি” যুক্তরাজ্য এর উদ্যোগে লন্ডনের স্থানীয় একটি হলে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ অদুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য উত্তরসুরি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, জনাব এম নাসের রহমান।

মরহুমের স্মৃতিচারণ করে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক, বিএনপির কেন্দ্রীয় সংসদের অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শায়েস্থা চৌধুরী কুদ্দুস, বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ন ম অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, অন্যতম সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, অন্যতম উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, মুজিবুর রহমান, সাদিক মিয়া, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) সিদ্দিক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বুলবুল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন, এমদাদ হুসেন টিপু, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুর রহমান, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাজ্যের সভাপতি মশহুদ তরফদার, কেমডেন ওয়েস্টমিনিস্টার বিএনপির সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল মুমিত রবিন ও মৌলভীবাজার জাতীয়তাবাদী যুব ফোরাম ইউকের সভাপতি রাজুল জামান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এম নাসের রহমান বলেন বাংলাদেশকে তলা বিহীন ঝুলি থেকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে আনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজ শুরু করেছিলেন এম সাইফুর রহমান ছিলেন তার অন্যতম পুরোধা। তাছাড়া ১৯৯২ সালে VAT প্রথা চালু করে তা কয়েক বছরের মধ্যে সফলতার মুখ দেখার কারণেই তিনি IMF এর চেয়ারম্যান হিসাবে মনোনীত হোন। এই সম্মান আগামী ১০০ বছরেও কোনো অর্থমন্ত্রীর পক্ষে বাংলাদেশের জন্য বয়ে আনা সম্ভব হবে না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিকে ইমার্জিং টাইগারে পরিণত করার সাফল্য দেখে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এম সাইফুর রহমানকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ৬ মাসের জন্য গ্রহণ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, সহ দফতর সম্পাদক সেলিম আহমেদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, কার্ডিফ বিএনপির সেক্রেটারি রফিকুল ইসলাম, কেমডেন ওয়েস্টমিনিস্টার বিএনপির সেক্রেটারি পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপু। পোর্টসমাউথ বিএনপির ফজলুর রহমান, বকশি শামীম আহমেদ, জাকির আহমেদ, বদরুল আহমেদ, ইমরান আহমেদ। যুক্তরাজ্য যুবদলের দেওয়ান আব্দুল বাসিত, মুফতি জাকির আহমেদ, জালালুর রহমান চৌধুরী ইমরান, সৈয়দ লায়েক মোস্তফা, মুজাহিদ আলী সুমন, জাহাঙ্গির আলম, দারা মিয়া, শিপন চৌধুরী, শিপু খান, রাসেল মিয়া, ফুলন মিয়া, আমিরুল ইসলাম চৌধুরী সামাদ, আতিকুর রহমান, আমিনুল ইসলাম, আলী আহমেদ, আব্দুল্লাহ মাসুদ, আজারুদ্দিন ওয়াসিম। সাবেক ছাত্রনেতা বাপ্পি খান, আব্দুর রকিব, ইমরানুল হক রাসেল, হুমায়ুন কবির হিমু। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম শিমু, জাহেদ তালুকদার, দুলাল আহমেদ, প্রভাষক শফিকুল ইসলাম। যুক্তরাজ্য শ্রমিক দলের জনি আহমেদ, জাভেদ আহমেদ, মৌলভীবাজার যুব ফোরামের জুনায়েদ হোসেন, সাজেদুল হক চৌধুরী রাজন, তারেক হাসান, মিলাদ আহমেদ রুবেল, রিপন আহমেদ, সুমন আহমেদ, এস রহমান রাব্বি, আনিস রহমান, তাজুল ইসলাম, মিটু আলম, শাকের আহমদ, জাভেদ আহমেদ, সোহাগ আহমেদ, জিয়া আহমেদ, সাদিক বক্স, মইনুল ইসলাম, সায়েক আহমেদ, কাজী ফয়সল, জাবের চৌধুরী, এহসান তারেক, সোহাগ আহমেদ প্রমুখ।

সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামীম আহমেদ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২১ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com