শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে মাঠে থাকবে পুলিশ বিজিবি সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

  |   রবিবার, ২৭ জুন ২০২১ | প্রিন্ট

লকডাউনে মাঠে থাকবে পুলিশ বিজিবি সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন সুন্দরভাবে পালন ও জনগণকে লকডাউন মানাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে যে লকডাউন, সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং ঊর্ধ্বমুখী সংক্রমণটা রোধ হয়। মৃত্যুর সংখ্যা যাতে অনেক কমিয়ে আনতে পারি। হাসপাতালগুলো অলরেডি রোগীতে পূর্ণ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

তিনি বলেন, আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের ক্যাপাসিটি কিন্তু ডাউন হয়ে যেতে পারে। বিদেশে যারা কর্মী হিসেবে যায়, সে জায়গাটা ব্যাহত হবে, ভিসা পেতে কষ্ট হবে, দিতে চাইবে না। কাজেই সব দিকে লক্ষ্য রেখে জীবনরক্ষা করতে হবে। দেশে যদি করোনা নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।

 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংকট এড়ানোর জন্যই লকডাউন দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখনও চিকিৎসা দেয়ার যথেষ্ট লোক আছে। সারাদেশে প্রায় ১২-১৫ হাজার বেড করোনার জন্য ডেডিকেটেড করা আছে। আমাদের এখনও যথেষ্ট বেড আছে। আমাদের হাইফ্লো নাজাল লাগানো বেড আছে সরকারি-বেসরকারিভাবে প্রায় ১৬শ। অক্সিজেন আছে, ওষুধের কোনা ঘাটতি নেই। সেদিক থেকে আমরা মনে করি যে এখনও সহনীয় পর্যায়ে আছি। আমাদের এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে হবে।

 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সীমিত পরিসরে ও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সোমবার থেকেই গণপরিবহন বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ হয়ে যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৪ | রবিবার, ২৭ জুন ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com