বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবকে বিলুপ্ত করা প্রশ্নই ওঠে না : মোহাম্মদ নাসিম

  |   রবিবার, ০১ জুন ২০১৪ | প্রিন্ট

র‌্যাবকে বিলুপ্ত করা প্রশ্নই ওঠে না : মোহাম্মদ নাসিম
nasim
সিরাজগঞ্জ সংবাদদাতা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, র‌্যাবকে বিলুপ্ত করার প্রশ্নই ওঠে না। এলিট ফোর্স র‌্যাবের ২-১ জন বিপথগামী ব্যক্তির জন্য একটি বাহিনী দায়ী হতে পারে না। অপরাধ প্রমাণিত হলে বিপথগামীদের বিচার ও শাস্তির ব্যবস্থা সরকার অবশ্যই করবে। কিন্তু আইন শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাবের প্রাতিষ্ঠানিক মর্যাদা কারো উদ্দেশ্যপ্রণোদিত উষ্কানিতে সরকার ুণœ হতে দেবে না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য র‌্যাব গঠন করেছিলেন।
২০০৮ সনে বঙ্গবন্ধু কন্যা মহাজোট সরকার গঠন করে র‌্যাবকে আইনশৃংখলা রক্ষাকারী একটি সুসংগঠিত ও সুশৃংখল বাহিনীতে পরিণত করে প্রতিষ্ঠানিক মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ ব্যবহার না করায় র‌্যাবের পেশাদারিত্ব বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ও পরিকল্পিতভাবে দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এখন বেগম জিয়া র‌্যাবের বিলুপ্তি চান।  রোববার দুপুরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন মিলনায়তনে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আলহাজ ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, পৌর মেয়র অ্যাডভোকেট এম মোকাদ্দেস আলী, আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য, সাংবাদিক বাবু ইসলাম, হেলাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্ত্রী আরো বলেন, একটি দেশের উন্নয়নের জন্য সকল মহলের সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। উন্নয়নকাজের গতি যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য দেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ অুণœ রাখতে হবে। বর্তমান সরকার সারা দেশের সুষম উন্নয়নের লক্ষে কাজ করছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে একমাত্র আওয়ামী লীগ সরকারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম। কারণ ইতিপূর্বে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ভাগ্যোন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গেছানোর জন্য লুটপাটে ব্যস্ত ছিল। বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের আমলেই দেশবাসী উন্নয়নের স্বাদ পেয়েছেন। তিনি সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তথাকথিত মেলার নামে অশ্লীল নৃত্যে সর্বস্ব যাত্রা, জুয়া, মাদকসহ সকল ধরনের অসামাজিক কাজ প্রতিরোধে জিরো টলারেন্স প্রদর্শন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৬ | রবিবার, ০১ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com