বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

  |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | প্রিন্ট

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আটটায় জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন বলে ঘোষণা করেছেন। ফলে দ্বিতীয়বারের মতো তিনি করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার সকালে ট্যুইট করে মোদি জানিয়েছেন, বিশ্বব্যাপী মহামারী COVID-19-এর গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি আজ রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেব।

এর আগে গত বৃহস্পতিবার করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়েই গত রোববার ভারতে ‘জনতা কারফিউ’ পালন করা হয়।

এদিকে, করোনায় এখনও পর্যন্ত ভারতে ৪৯০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮ জন। বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।

আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫২ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com