বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পুতিনের শপথ

  |   সোমবার, ০৭ মে ২০১৮ | প্রিন্ট

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পুতিনের শপথ

বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মত শপথ গ্রহণ করবেন সোমবার। তবে পুতিনের এবারের শপথ উপলক্ষ্যে বড় কোনও আয়োজন করা হয়নি। মস্কোর গ্রান্ড ক্রেমলিন প্রাসাদের অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু হলে সাধাসিধেভাবে অনুষ্ঠিত হবে এ শপথ অনুষ্ঠান।

পুতিনের চতুর্থবারের শপথ অনুষ্ঠানের বিরোধিতা করে গতকাল বিক্ষোভের ডাক দেয়ায় দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে দেড় সহস্রাধিক সমর্থকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর মস্কোতে থমথমে অবস্থা বিরাজ করছে। ২০১২ সালেও পুতিনের শপথের আগে বিক্ষোভ করেছিলো বিরোধীরা। এবারও অনেকটা একইরকম পরিস্থিতি বিরাজ করছে।

এছাড়া শপথ অনুষ্ঠানে শুধুমাত্র ভোটের সময়ে তার হয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করবেন বিশ্বের প্রভাবশালী এ প্রেসিডেন্ট।

গত ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পান পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী দলের পাভেল গ্রুদিনিন পান ১২ শতাংশ ভোট। তবে ভোটের পুতিনের অন্যতম প্রতিপক্ষ হিসেবে বিবেচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ভোটে অংশগ্রহণ করতে দেননি পুতিন। নির্বাচনের আগে দুর্নীতির দায়ে তাকে ভোটে অযোগ্য ঘোষণা করা হয়।

বিশ্ব রাজনীতির চাপ সামলে এবার দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নকে প্রধান্য দিবেন বলে ঘোষণা দিয়েছেন পুতিন। গত মেয়াদে সিরিয়া যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ এবং ইউক্রেন থেকে ক্রিমিয়াকে দখল করা ছিল পুতিনের অন্যতম কাজ। এছাড়া মেয়াদের শেষদিকে এসে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে বিশ প্রয়োগের ঘটনায় পশ্চিমাবিশ্বের সঙ্গে রাশিয়ার টানাপড়েনকে সবচেয়ে বড় রাজনৈতিক চাপ হিসেবে ধরা হয়েছে। তবে নতুন মেয়াদে তিনি দেশবাসীর উন্নয়নের ঘোষণা দেয়ার মাধ্যমে ঘর গোছানোর ইঙ্গিত দিলেন পুতিন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১৩ | সোমবার, ০৭ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com