বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রহস্যময় কারণে শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশ নেননি : কাজী জাফরজাফর

  |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

রহস্যময় কারণে শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশ নেননি : কাজী জাফরজাফর
kazi jafor
ঢাকা, ৪ মার্চ : জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, শেখ মুজিব এক রহস্যময় কারণে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেননি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি নিজ  ছিলেন এবং অপেক্ষায় ছিলেন কখন পাক সেনারা এসে তাকে গ্রেপ্তার করবে।
শুক্রবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রশ্নবিদ্ধ জাতীয় ও উপজেলা নির্বাচন, বিতর্কিত নির্বাচন কমিশন-গণতন্ত্রের ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফর আহমেদ বলেন, ‘এ রহস্যের দুটি কারণ থাকতে পারে, এক. তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, দুই. দেশের মুক্তিযুদ্ধের কোনো দায়-দায়িত্ব তিনি নিতে চাননি।’
তিনি বলেন, ‘অনেকেই বলছে- খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। কিন্তু তিনি যদি নির্বাচনে অংশ নিতেন সরকার সব কুটকৌশল দিয়ে জয় ছিনিয়ে নিতো। তখন আমও যেতো ছালাও যেতো।’
কাজী জাফর বলেন, ‘সরকার যে জয় ছিনিয়ে নিতো তার প্রকৃষ্ট উদাহরণ হলো উপজেলা নির্বাচনের ভোট-ব্যালট ছিনতাই। আর খালেদা জিয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন গিনিস বুকে নাম উঠবে। কারণ ওই নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেখানে স্পিকার- ডেপুটি স্পিকার এমনকি বিরোধী দলের নেত্রী পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’
Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com