মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রবিবার সুনামগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী  : ফসলহারা কৃষকদের পরিবারে নতুন করে জেগে উঠার আশার সঞ্চয় 

  |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

রবিবার সুনামগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী  : ফসলহারা কৃষকদের পরিবারে নতুন করে জেগে উঠার আশার সঞ্চয় 


হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরজমিনে ক্ষতিগ্রস্থ বোরো ফসলী এলাকা পরিদর্শন করতে আগামী রবিবার সুনামগঞ্জের শাল্লায় আসছেন। আগাম বন্যায় বোরো ফসল হানীর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বারের মত জেলার তাহিরপুর উপজেলা সদরে কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেনও ওখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার শাল্লায় দ্বিতীয়বারের মত সুনামগঞ্জ সফরে আসছেন।’

প্রধানমন্ত্রী তাহিরপুরের কৃষক সমাবেশে দেয়া প্রধান অতিথির বক্তব্যে সেদিন লাখ লাখ ক্ষত্রিগ্রস্থ ফসলহারা কৃষকদের উরদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন ‘‘আমি গোপালগঞ্জ জেলাকে যে দৃষ্টিতে দেখবো, ঠিক সেই দৃষ্টিতেই সুনামগঞ্জ জেলাকেও দেখবো”। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুনামগঞ্জ আগমনের খবরে বোরো ফসলহারা লাখ লাখ কৃষক পরিবারে নতুন করে জেগে উঠার প্রত্যয় ও আশার সঞ্চয় হয়েছে  ।

ওপারের পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে চলতি মাসের শুরু থেকে কয়েক দিনের ব্যবধানে পাউবোর অসমাপ্ত বেরীবাঁধ দিয়ে ঢলের পানির তোড়ে তলিয়ে যায় জেলার সব ক’টি উপজেলার কয়েক লাখ হেক্টরের আবাদকৃত বোরো ধান।’ একই সময় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ , ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ নেত্রকোনা জেলার আবাদকৃত একমাত্র বোরো ফসলী ধান ঢলের পানিতে তলিয়ে যায়।’ বোরো ফসলহারা হাওর এলাকা ও ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের খোঁজ খবর নিতে ইতিপর্বে ১৬ থেকে ১৮ এপ্রিল টানা তিনদিনের রাষ্ট্রীয় সফরে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরজমিনে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওর এলাকা পরিদর্শন শেষে ১৮ এপ্রিল সুনামগঞ্জ থেকে ঢাকা ত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বোরো ফসল হারা লাখ লাখ কৃষককের দুভোর্গের চিত্র তুলে ধরে আগামী মৌসুমে বোরো ফসল না উঠা পর্য্যন্ত সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার গুলোকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আর্থীক প্রণোদনা, কৃষি ঋণ আদায় বন্ধ, সুদ মওকুফ, এনজিওদের কিস্থি আদায় বন্ধ করণ, কৃষকদের পুর্ন:বাসন থেকে শুরু সব রকমের সরকারি সহায়তার জন্য নির্দেশনা প্রদান করেন।’

এদিকে সুনামগঞ্জের শাল্লায় আগামী রবিবার প্রধানমন্ত্রীর সফর কর্মসুচীকে সামনে রেখে বুধবার রাত ৮টায় জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভায় গণভবনের বরাত দিয়ে জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার বোরো ফসলী ক্ষতিগ্রস্থ এলাকা গুলো সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে লো-ফ্লাই করে রবিবার পরিদর্শন শেষে ওদিন দুপুরে শাল্লা হেলিপ্যাড মাঠে অবতরণ করে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলবেন এবং ওখানে এক কৃষক সমাবেশে কৃষকদের পুর্ন:বাসনে কৃষকদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে।’

জেলা প্রশাসক শেখ. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার রাতের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্ন সচিব (সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক) মোহাম্মদ ফয়জুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র মো আয়ুব বখ্ত জগলুল ও পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানঁ,সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪৬ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com