বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদকে জাতীয় পার্টির পাল্টা চেয়ারম্যান ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট

রওশন এরশাদকে জাতীয় পার্টির পাল্টা চেয়ারম্যান ঘোষণা

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। একই জিএম কাদেরকে চেয়ারম্যান পদ ছেড়ে কো-চেয়ারম্যানের পদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে মহাসচিব হিসেবে থাকছেন মশিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার রাজধানীর গুলশালে রওশন এরশাদের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিল করা নতুন চেয়ারম্যান করা হবে।

এর আগে, বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, পার্টিতে কি হচ্ছে। জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে। অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সকলে মিলে  মিশে পার্টি করলে অনেক দূর নিয়ে যাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, গোলাম কিবরিয়া টিপু এমপি, মজিবুল হক চুন্নু এমপি, নাসিম ওসমান এমপি, ফখরুল ইমাম এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুর পর পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

বিডি-প্রতিদিন

Facebook Comments Box
advertisement

Posted ১৪:০১ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com