শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য বিএনপি নেতা মোশাহিদ আলীর গ্রামের বাড়ীতে হামলা ও লুটপাট

  |   বুধবার, ২৮ মার্চ ২০১৮ | প্রিন্ট

যুক্তরাজ্য বিএনপি নেতা মোশাহিদ আলীর গ্রামের বাড়ীতে হামলা ও লুটপাট

ছাতক প্রতিনিধি : ছাতকে লন্ডন প্রবাসী ও যুক্তরাজ্য বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদারের প্রামের বাড়ী ভেঙ্গে মালামাল লুটপাট করে নিয়েছে গেছে প্রভাবশালী দলের লোকেরা। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের লন্ডন প্রবাসী মোশাহিদ আলী তালুকদারের বাড়ীতে এই ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হলেও অভিযোগ আমলে নেয়নি পুলিশ। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেনি। মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সামনে এমনই অভিযোগ তুলে ধরেন প্রবাসী মোশাহিদের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়- চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার পুত্র মোশাহিদ আলী তালুকদার দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন এবং যুক্তরাজ্য বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রভাবশালী দলের লোকজনদের দ্বারা পরিচালিত  গ্রাম্য পঞ্চায়েত কমিটির লোকজন প্রবাসী মোশাহিদ আলীর পরিবারকে প্রায় দু’বছর ধরে একঘরে করে রেখেছে। ফলে গ্রামের বাড়ীতে তালা দিয়ে মোশাহিদের মা-ভাইসহ অন্যরা ছাতক শহরে ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন।

গত ২১ মার্চ রাতে ওই প্রবাসীর বাড়ীর ঘরের তালা ভেঙ্গে ঘরে ডুকে চালের টিন, রড, সিমেন্ট, রঙিন টেলিভিশন, পানির মেশিন, জমির দলিলসহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুটপাট করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাহিদের পরিবারের লোকজন। এ ঘটনায় গত ২৩ মার্চ মোশাহিদের ছোট ভাই মাওলানা মুছলেহ উদ্দিন তালুকদার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও কার্যকরী কোন ব্যবস্থা নেয়া হয়নি। প্রতিপক্ষের লোকজনই বাড়ীর তালা ভেঙ্গে এরকম তাণ্ডব চালিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- আমি ঘটনার খবর পেয়ে লন্ডন প্রবাসী মোশাহিদের বাড়ী পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা বাড়ীতে ডুকে তাণ্ডব চালিয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান- এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০৮ | বুধবার, ২৮ মার্চ ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com