শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যত্রতত্র বর্জ্য অপসারণ না করায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে

  |   বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮ | প্রিন্ট

যত্রতত্র বর্জ্য অপসারণ না করায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে

রাজধানীতে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের সময়সীমা শেষ হতে চললেও এখনো শহরের বিভিন্ন যায়গায় কোরবানির বর্জ্য, গরুর গোবর, হোগল পাতার পাটি, চট ও রক্ত দেখা গেছে। আর এতে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে আজকে দ্বিতীয় দিনের মত পুরান ঢাকাসহ বিভিন্ন যায়গায় পশু জবাই করাতে একটু সমস্য হচ্ছে বলে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা মিল্লাতুল ইসলাম।

সারাদেশে দ্বিতীয় দিনের মত চলছে কোরবানি ঈদ। তাই রাজধানীসহ অনেক স্থানেই আজও চলছে পশু জবাই। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। গতকাল ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানি বর্জ্য অপসারণের কাজ শুরু করে সিটি করপোরেশরন যা আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে রাজধানীর ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সমনে, কলাবাগানসহ বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য, পাটি, চট ও রক্ত পড়ে আছে। এছাড়া অনেকেই গরুর ভুঁড়ি পরিস্কার করে রাস্তায় গোবর ফেলে রেখেছে। যা বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে ধানমন্ডি-২৭ এর ভুক্তভোগী বাসিন্ধারা বলেন, গতকাল কোরবানির বর্জ্য এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা বাড়ির ভিতরে কোরবানি করেছে তারা পানি দিয়ে ময়লা ও রক্ত পানি দিয়ে রাস্তার মধ্যে ফেলেছে তারা বাড়ির আঙ্গিনা পরিস্কার করলেও রাস্তা পরিস্কার করেনি। তাই রাস্তায় এখন গন্ধে হাটা দায়। প্রত্যেকে যদি নিদৃষ্ট স্থানে বর্জ্য রাখতো এবং নিজ দায়িত্বে রাস্তার রক্ত ধুয়ে ফেলতো তাহলে এই সমস্যা হতো না।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা মিল্লাতুল ইসলাম বলেন, ঢাকাতে আজও পশু জবাই হচ্ছে। বিশেষ করে পুরান ঢাকায় গতকালের চেয়ে আজ বেশি জবাই হচ্ছে আমরা এখোন ধোলাইখাল আছি। আমাদের কর্মীরা এখানে সাথে সাথে বর্জ্য অপসারন করছে। ধানমন্ডিতেও আমাদের পরিচ্ছন্ন কর্মী ও মনিটরিং টিম কাজ করছে। ধানমন্ডি ৩২, ২৭ নম্বর ও কলাবাগান এলাকায় কিছু জবাই কাজে ব্যবহারিত হোগল পাতার পাটি, চট, রক্ত ও গোবর রয়েছে যা আমারা দুইটার মধ্যেই অপসারন করতে পারবো বলে আমা করছি।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৩৫ | বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com