শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ছাত্র খুন হওয়া সেই শিশুসদনটি খুলে দেয়া হয়েছে

  |   রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

মোরেলগঞ্জে ছাত্র খুন হওয়া সেই শিশুসদনটি খুলে দেয়া হয়েছে

বিএম. মাহবুব,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুসদনের হেফজখানার আবাসিকের ছাত্র খুন হওয়ার ১৩দিন পরে সেই শিশুসদনটি খুলে দেয়া হয়েছে। শনিবার বেলা বিকেলে অভিভাবকদের সাথে সভা করে প্রতিষ্ঠানটি পূর্বের ন্যায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। গত ৫ ডিসেম্বর শিশুসদনের পেছন থেকে এক ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় ৬ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, পৌরসভা ময়র এসএম মনিরুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফ্ফার হাওলাদার, আবাসিক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সভায় হেফজখানায় থাকা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ নিয়মিত তদারকির সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মোরেলগঞ্জ সদরের আলহাজ্ব রহমাতিয়া শিশুসদন ও হেফজখানার হেফজ বিভাগের আবাসিক ছাত্র হাসিবুল(১১) এর রক্তাক্ত মৃতদেহ হেফজখানার বাইরে থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফজখানার বাবুর্চি সিদ্দিক হাওলাদারকে(৪৫) গ্রেফতার করে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিশু হাসিবুল হত্যার পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সেটি আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে ‘ক্রাইমসিন’ বেষ্টনিও প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৭ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com