শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মিসরে সিভিলিয়ান সরকার ক্ষমতা নিয়েছে’

  |   সোমবার, ০৯ জুন ২০১৪ | প্রিন্ট

missor

ঢাকা, ৯ জুন  : ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত বলেছেন, মিশরে সিভিলিয়ান সরকার ক্ষমতা নিয়েছে। তারা সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় আসেনি।  তিনি বলেন,  গত ৫ জানুয়ারি বাংলাদেশের সরকার যেভাবে ক্ষমতায় এসেছিল ঠিক একইভাবে মিশরের সিভিলিয়ান প্রেসিডেন্ট হয়েছেন সিসি।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত মিশরীয় দূতাবাসে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ৯৬.৯১ ভাগ ভোট পেয়ে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিসি। দেশের ৪৭ ভাগে ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাই বলা যায়, মিশরের বর্তমান প্রেসিডেন্ট একটি সিভিলিয়ান প্রেসিডেন্ট।

রাষ্ট্রদূত বলেন, সিসি ক্ষমতায় আসাতে আমরা মোটেই হতাশ নই। এতে আমরা খুবই আশাবাদী। কারণ, সিসি প্রেসিডেন্ট হবার পর আমাদের দেশে যে আয়ের উৎস ছিল তা কমেনি। বরং তা আগের মতোই অব্যাহত রয়েছে।

এ সময় তিনি মিশরের অর্থ উপার্জনে পর্যটন খাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।  মিশরের রাষ্ট্রদূত বলেন, আমাদের দেশে গণতন্ত্রে যে ধারণা রয়েছে- তা ভিন্ন ধরনের। এ গণতন্ত্র পশ্চিমা দেশে বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স এমনকি যুক্তরাষ্ট্রে যেভাবে চিন্তা করা হয় তেমনটি নয়।

একটি দেশের সংস্কৃতি, মানুষের চিন্তা-ভাবনার ওপর তা নির্ভর করে। আমাদের রয়েছে নিজস্ব গণতন্ত্র। মিশর সব ধর্ম-মত নির্বিশেষে সকল জাতি-গোষ্ঠীর দেশ। সিসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান মাহমুদ ইজ্জত।

তিনি বলেন, সিসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শুধু ধর্মনিরপেক্ষ ভোটের সমর্থন পেয়ে নয়। তিনি নির্বাচিত হয়েছেন একটি জনপ্রিয় ভোটের মাধ্যমে। আমি নিজে একজন মুসলমান। আমি বাংলাদেশে অনেকের সঙ্গে ইসলাম নিয়ে মতবিনিময় করেছি। ইসলাম হত্যা, সন্ত্রাস, অন্যের জন্য শান্তি বিঘ্নিত হয়, এমন কিছু সমর্থন করে না বলেও উল্লেখ করেন এ রাষ্ট্রদূত।

ব্রাদারহুড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এর আগে মুরসির সমর্থক ব্রাদারহুড মিশরে যে সহিংস সন্ত্রাস করেছে তা নির্বোধের মতো। বিশ্বে সব গণতান্ত্রিক দেশের নিয়ম হলো, যে পরিমাণ ভোটার ভোট দিতে কেন্দ্রে আসেন; তার ওপরই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। অনেকে অলসতার জন্য  ও কাজে ব্যস্ত থাকার কারণে ভোটকেন্দ্রে আসেন না। পশ্চিমা দেশেও এ রীতি রয়েছে।

সংবাদ সম্মেলনের শেষের দিকে মিশরের ভিসা সংক্রান্ত বিষয়েও মাহমুদ ইজ্জত আলোচনা করেন। তিনি বলেন, মিশরের ভিসা পেতে হলে দালালের মারফতে নয়, সরাসরি দূতাবাসে যোগাযোগ করুন। সংবাদ সম্মেলন শেষে মিশরের রাষ্ট্রদূত কেক কেটে সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উদযাপন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫০ | সোমবার, ০৯ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com