শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মান্দা সদর ইউনিয়ন উপনির্বাচনে নৌকার তোফা নির্বাচিত

  |   রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

মান্দা সদর ইউনিয়ন উপনির্বাচনে নৌকার তোফা নির্বাচিত

 

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দা উপজেলার সদর ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা নৌকা প্রতীকে ৭৪৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী শামসুন্নাহার মুক্তি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১৩৯ ভোট। মোট পড়েছে ১৬৫৬৫টি। বৈধ ভোট সংখ্যা ১৬৪৪৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ১২২ ভোট। ভোটের শতকরা হার ৭১.৮৪। গতকাল সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান খান।

মান্দা উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তা এসএম আবদুর রহিম বলেন, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৪৩ ও মহিলা ভোটার ১১ হাজার ৬৪৭ জন। ইউনিয়নে ১০ টি কেন্দ্রে ৬২টি বুথে ভোট গ্রহন হয়েছে।

গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররা স্বাচ্ছন্দ্যভাবেই তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। এছাড়া অন্যান্য কেন্দ্রেও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট শান্তিপূর্ন ভাবে গ্রহনে প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্্েরট নিয়োজিত ছিলেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি, আনছার, র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিতে দেখা গেছে। নির্বাচনে অতিরিক্তি পুলিশ সুপার রাশেদুল হাসান, ডিবি এএসপি ফারজানা, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান খান, সহকারী কমিশনার মো: ফয়সাল আহমেদসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দকে ভোট কেন্দ্র পরিদর্শনেস দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মান্দা সদর ইউনিয়নের উপনির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত তোফাজ্জল হোসেন তোফা নৌকা প্রতীকে পান ৭৪৮৯ ভোট, বিএনপি সমর্থিত শামসুন্নাহার মুক্তি ধানের শীষ প্রতীকে ৬১৩৯ ভোট, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন চশমা প্রতীকে ২১৮৪, সাবেক চেয়ারম্যান এজাজ আহমেদ হিন্দোল মোটরসাইকেল প্রতীকে ২৭৭, নুর মোহাম্মদ মেহেদী আনারস প্রতীকে ৩৫০, ও মাজেদুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে ৪ ভোট।

প্রসঙ্গত: গত বছরের ২৮ মে অনুষ্ঠিত ভোটে এ ইউনিয়নে উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রব পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ গ্রহণের তিন মাসের মাথায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। উপজেলা নির্বাচন কমিশন তার মৃত্যুর পর এ ইউনিয়নে চেয়ারম্যানের পদ শুন্য বলে ঘোষণা করে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৯ | রবিবার, ১৬ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com