শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুুরে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে আ’লীগের গোলা-গুলি, নিহত-১, আহত-৩০

  |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

মাধবপুুরে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে আ’লীগের গোলা-গুলি, নিহত-১, আহত-৩০

 

 hotta

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের গোলা গুলিতে এক কলেজ ছাত্র নিহত ও কমপক্ষে গুলিবিদ্ধসহ ৩০জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল রোববার মাধবপুর উপজেলার সমস্ত জল মহালের টেন্ডার জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। উপজেলার ধর্মঘর বাজারের দিঘির জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার নেতৃত্বে একগ্রুপ ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন ফরাশের নেতৃত্বে অপর একটি গ্রুপ দুটি সিডিউল  জমা দেওয়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলে উভয় গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ফরিদ গ্রুপের লোকজনের হাতে আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন ফলাশ ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের লাইব্রেরিয়ান আওয়ামী লীগ নেতা কাউছার আহমেদ শারীরিকভাবে লাঞ্ছিত হয়।

এ ঘটনার সূত্র ধরে ওই দিন সন্ধ্যার পর থেকেই ধর্মঘর বাজারের দু’দিকে গ্রুপে শত শত নেতাকর্মী অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। রাত প্রায় সাড়ে ৮টার দিকে উভয় গ্রুপের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে  লিপ্ত হয়। এ সময় বন্দুকের গুলি ও ককটেলের বিস্ফোরনের এলাকায় এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। বাজারে আসা সাধারণ লোকজন প্রাণ ভয়ে দিকবেদিক ছুটাছুটি করে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজনগর গ্রামের রুক মিয়ার ছেলে ধর্মঘর কলেজের একাদশ শ্রেণী ছাত্র সোহেল মিয়া নিহত ও গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরে মনতলা তদন্ত কেন্দ্র ও কাশিমনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে গুরুতর আহত ও গুলিবিদ্ধ কালিকাপুর গ্রামের কালা মিয়া (৫০), দেবপুর গ্রামের আলআমিন (২৮), মালঞ্চপুর গ্রামের কাউছ মাষ্টার (৪৫), কাজীরচকর গ্রামের বাবুল মিয়া (৩৫), নিজনগর গ্রামের মোস্তাক আহমেদ ফয়সল (৩২), একই গ্রামের আকবর আলী (৪০), রুকু মিয়া (৪৫), ওমর আলী (৪০), সামছুজ্জামান (৫০), রোমান মিয়া (২৮), ফরিদ মিয়া (৪০), জসিম মিয়া (৪০), হারুন মিয়া (৩২) কে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তিগ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান সংঘর্ষের খরব পেয়ে তাৎক্ষনিকভাবে থানা ও ফাঁকির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com