বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতন করতে ইমামদের প্রতি আহ্বান : কামরুল ইসলাম

  |   মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | প্রিন্ট

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতন করতে ইমামদের প্রতি আহ্বান : কামরুল ইসলাম

জুম্মার দিন বয়ানের মাধ্যমে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ইমাম ও খতিবগণদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার কামরাঙ্গীরচরের আল হেরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কামরাঙ্গীরচরের ১২২টি মসজিদে প্রধমন্ত্রীর পক্ষ থেকে দেয়া অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ আহবান জানান।

মন্ত্রী বলেন, সমাজে সুস্থ পরিবেশ বজায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় মসজিদের ইমাম ও খতিবগণ সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন। মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। ইমামদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, অতীতের সরকারগুলো ইসলামের কল্যাণে কতটুকু কাজ করেছে আর বর্তমান সরকার ইসলামের কল্যাণে কতটা কাজ করেছে এবং করছে তা মূল্যায়নের দায়িত্ব আপনাদের।
আসন্ন নির্বাচন উপলক্ষে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সরকার বিশ্বাস করে বিএনপি নির্বাচনে আসবে। একটা সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।

বর্তমান সরকারের সফলতা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রতিটি সেক্টরেই সফলতা অর্জন করেছে। বিদেশীদের কোনরকম সাহায্য-সহযোগিতা ছাড়াই বর্তমান অর্থ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে। অথচ একসময় বাজেট ঘোষণার জন্য বিদেশীদের ওপর নির্ভর করতে হতো। সরকারের ধারাবাহিকতার কারণে এটা সম্ভব হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যাহত হয়। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আসা দরকার।

কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সভাপতি হাজি মো. আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জি হুজুরসহ স্থানীয় আলেম ওলামাগণ, কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মসজিদের ইমামগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:২৯ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com