শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে

শাহরিয়ার মিল্টন   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে

শেরপুর : শেরপুরে সর্বসাধারণের মতামত, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ ¯েøাগানে শ্রীবরদী উপজেলার পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস্) সোহেল মাহমুদ বিপিএম।

পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন, বিট পুলিশিং আপনাদের ঘরের কাছে থানাকে নিয়ে আসার পুলিশিং এর একটি ব্যবস্থা। আপনাদের প্রত্যেক ইউনিয়নে একজন করে বিট অফিসার আছে। বিট অফিসারের দায়িত্ব হল আপনার এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, জুয়া ও অশ্লীলতা থেকে শুরু করে আইন অমান্যকারী কোন ঘটনা ঘটছে কিনা এ ধরনের তথ্য সংগ্রহ করা। যে সমস্যা গুলো বসে সমাধান করা যায় বিট অফিসারকে সাথে নিয়ে সমধান করার আহŸান জানাচ্ছি। তারা আপনাদের সেবা দিতে বাধ্য। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। তিনি আরও বলেন, আজ যারা উঠতি বয়সী কোমলমতি স্কুলের শিক্ষার্থীরা গাঁজা, ইয়াবা বা ফেনসিডিল সেবন করছে তারা কিন্তু আমাদেরই সন্তান। তাঁদের চোখেই কিন্তু আমরা আগামী’র স্মার্ট বাংলাদেশে বিনির্মাণের স্বপ্ন দেখি। মাদক সেবীদের ঘূণা না করে। মাদকের ভয়াল থাবা থেকে তাঁদের সুস্থধারায় ফিরিয়ে আনতে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি দেওয়ার আহবান জানায়। যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে সব্বোর্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজ সেবক এবং বঙ্গবন্ধু পরিষদের মহা-সচিব এইচ এম ইকবাল হোসাইন, যুবলীগের সাবেক আহŸায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:১৮ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com