শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিল: আপিল শুনানির শেষ দিন আজ

  |   শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

মনোনয়ন বাতিল: আপিল শুনানির শেষ দিন আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় ও শেষ দিনের আপিল শুনানি হবে আজ।

শনিবার  আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিলের ক্রমিক নং ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত শুনানি হবে।

নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।

এদিন জাতীয় পার্টির সাবেক মহাসচিব পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদারসহ ৬৫ জনের আপিল নামঞ্জুর করেন নির্বাচন কমিশন। বিএনপি নেতা ময়মনসিংহ-৪ আসনের আবু জাফর জাহিদ হোসেন (এজেডএম জাহিদ হোসেন), কুড়িগ্রাম-৪ আসনের ইমরান এইচ সরকারও নামঞ্জুরের তালিকায় রয়েছেন।

শুনানিতে আওয়ামী লীগের দুজন ও বিএনপির একজন বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দেয়া হয়েছে।

এর ফলে তাদের মনোনয়নপত্র বৈধ রয়ে গেল। এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৭ জনের আপিল আবেদন অপেক্ষাধীন রাখা হয়েছে।

জানা গেছে, শুক্রবার শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হচ্ছেন কুড়িগ্রাম-৪ আসনের মো. জাকির হোসেন।

প্রথমদিন বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬০ জনের আপিল শুনানি হয়। ওইদিন ৮০ জন প্রার্থিতা ফিরে পান। ৭৬ জনের বাতিল হয়। আর ৪টি আপিল স্থগিত রাখা হয়।

রোববার (৯ ডিসেম্বর) বৈধ প্রার্থীদের মধ্যে থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সোমবার (১০ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। সেই সময় মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। ২ ডিসেম্বর বাছাইয়ে ৭৮৬টি বাতিল হয়। যার অধিকাংশই ছিল স্বতন্ত্র প্রার্থীর। এর মধ্যে ৫৪৩ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল আবেদন করে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৮ | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com