শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটারবিহীন নয় নির্বাচন হয়েছে প্রার্থীবিহীন

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪ | প্রিন্ট

latif

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা এমন প্রশ্ন রাখেন যে, ‘১৫৭ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সেখানে জনগণের সমর্থন থাকে কীভাবে,’ তাদের উদ্দেশে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বী না থাকলে আমরা কী করব? নবম জাতীয় সংসদে মোট সাতটি দল ছিল। দশম সংসদেও সাতটি দল আছে। দল তো কমে নাই। ভোটারবিহীন নির্বাচন হয় নাই। প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে।’

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
যারা প্রতিদ্বন্দ্বীর কথা বলে ‘প্রতিদ্বন্দ্বিতা করেন না’ তাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবেও আখ্যায়িত করেন এই মন্ত্রী।

লতিফ সিদ্দিকী বলেন, ‘এ উপমহাদেশের রাজনীতিতে দুটি ধারণা আছে। ভালো মানুষের ধারণা ও ডানপিটে ধারণা। ভালো মানুষ কখনো নেতা হয় না, প্রধানমন্ত্রী হয় না। এর জ্বলন্ত উদাহরণ ভারতের এবারের সরকার গঠন। মোদির বিরুদ্ধে ধর্মান্ধতা ও অসংখ্য মুসলমান হত্যার অভিযোগ আছে। কিন্তু তারপরেও ভারতের জনগণ তাকেই নির্বাচিত করেছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মুসলমান হত্যাকারী মোদির জয়ে বিএনপি-জামায়াতের এত উল্লাস কেন? বাংলাদেশের রাষ্ট্রনায়ক আর ভারতের রাষ্ট্রনায়ক পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে সেখানে কে ক্ষমতায় আসলো এটা বিবেচ্য বিষয় নয়।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমান।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩৩ | বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com