শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুঁইফোড় সংগঠনকে সতর্ক করলো বিএনপি

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

ভুঁইফোড় সংগঠনকে সতর্ক করলো বিএনপি

টানা এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় না থাকলেও বিএনপির বন্ধুপ্রতিম সংগঠনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অবশ্য নামে-বেনামে এসব সংগঠন নিয়ে মাঠে নানা গুঞ্জনও রয়েছে।

সম্প্রতি লায়ন মাসুদ রানা নামের এক ব্যক্তি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম ব্যবহার করে ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন খুলেছেন। এটির সঙ্গে বিএনপি কিংবা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো সম্পর্ক নেই।

তাই বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ভুঁইফোড় সংগঠনকে সতর্ক করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এ ধরনের সংগঠনের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ কোনো সংগঠন করতে পারবে না বলে এর আগে দল থেকে নির্দেশনা জারি করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ কেউ নিজ স্বার্থে বিভিন্ন সংগঠন সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্টের  অপচেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, বিএনপিতে ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ এর মতো প্রায় দুই ডজন সংগঠন রয়েছে। এসব সংগঠন প্রেসক্লাব ও ডিআরইউতে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও পালন করে। ফলে অনেকেই এসব সংগঠনকে দোকান-পাট সমিতি বলেও অবহিত করে থাকেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com