বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাকমিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় কিশোরগঞ্জে সাংবাদিক রেজাকে সংবর্ধনা

  |   বুধবার, ০৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

blackmedia

কিশোরগঞ্জ প্রতিনিধি :  গত ২৪ মার্চ আন্তর্জাতিক যক্ষা দিবসে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক রেজাউল হাবিব রেজা “ব্র্যাকমিডিয়া অ্যাওয়ার্ড-২০১৪” লাভ করায়  বুধবার সন্ধ্যা রাতে কিশোরগঞ্জ প্রেসকাবে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসকাব সভাপতি একে নাছিম খান। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক মোল্লা দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ বজলুর রশিদ, নিরালা ড্রীম সিটির ব্যবস্থাপনা পরিচালক এনায়েত করিম অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি লেখক ও গবেষক আমিনুল হক সাদী। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি এমদাদুল্লাহ্।

বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উপদেষ্টা সাংবাদিক সাইফ উদ্দিন আহম্মেদ লেনিন, বীর মুক্তিযোদ্ধা ডা. সিদ্দিক হোসাইন, ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক মোঃ আজিজুর রহমান, কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান ভূঞা, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, সহসাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আবুল কাশেম শামীম, প্রশিক্ষণ সম্পাদক সাদেক আহমদ, সাংবাদিক এজে সালেহ বাবুল, এমএ আকবর খন্দকার, হাফিজুর রহমান সুমন, মোঃ খায়রুল ইসলাম, নাজমুন নাহার, মর্তুজা খাতুন প্রমুখ। পরিচালনায় ছিলেন জেলা ইউনিটের অর্থ সম্পাদক কাউসার আহমেদ টিটু, নাজনীন সুলতানা মুক্তা।

উল্লেখ্য, সাংবাদিক রেজাউল হাবীব রেজা বিগত দিনে ছড়া সাহিত্যে, রোগ সমস্যা নিয়ে রিপোর্টিংয়ে, সাগর-রুনি হত্যাকান্ডসহ সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে এবং যক্ষ্মা বিষয়ে অনুসন্ধানী রিপোর্টে প্রথমে “ব্র্যাকমিডিয়া অ্যাওয়ার্ড-২০০৮” ও পরে “ব্র্র্যাকমিডিয়া অ্যাওয়ার্ড-২০১৪” লাভ করেন। সাংবাদিক রেজা স্থানীয় যুদ্ধাপরাধ বিরুধী আন্দলনের একজন সফল সংগঠক এবং তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রয় কমিটির ভাইস চেয়ারম্যান।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:১২ | বুধবার, ০৯ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com