মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোমার মায়ের খরচ ১২৯ কোটি টাকা

  |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

বোমার মায়ের খরচ ১২৯ কোটি টাকা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের(আইএস) গোপন আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা বোমাটি বানাতে খরচ হয়েছে ১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ১২৯ কোটি ৭৬ লাখ টাকা। এই বোমার আঘাতে ৩৬ আইএস সদস্য নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।

শুক্রবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ‘মাদার অব অল বম্ব’ নামে পরিচিত বোমাটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলার আইএসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত একটি টানেলে আঘাত হানে। ৩০ ফুট দীর্ঘ, গ্লোবাল পজিশনিং সিস্টেম(জিপিএস) নির্দেশিত জিবিইউ-৪৩ বোমাটি একটি এমসি-১৩০ কার্গো এয়ারক্রাফট থেকে নিক্ষেপ করা হয়।

কি আছে এই বোমায়?

  • বোমাটি ‘মাদার অব অল বম্বস’ বা বোমার জননী নামে পরিচিত।
  • যুক্তরাষ্ট্রের বৃহৎ অ-পারমাণবিক বোমা এটি। এই বোমাটি একটি মানসিক অস্ত্র যাতে শত্রুরা ভয়ে পেয়ে আত্মসমপর্ণ করে।
  •  প্রতিটি বোমার খরচ ১ কোটি ৬০ লাখ ডলার(বাংলাদেশি টাকায় ১২৯ কোটি ৭৬ লাখ টাকা)
  •  বোমাটি ১১ টন সমমান ট্রিনাইট্রোটোলেন্স(টিএনটি) বিস্ফোরক রয়েছে।
  •  এক মাইল এলাকা জুড়ে বোমাটি শতভাগ ক্ষয়ক্ষতি করতে সক্ষম। বিস্ফোরক এলাকায় থাকা যে কেউ বাষ্পে পরিণত হবে।
  •  ২০০৩ সালে যুক্তরাষ্ট্র প্রথম এটি পরীক্ষা করে।
  • লক্ষ্যমাত্রা ও আশেপাশের এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই বোমা।
  •  বোমাটি লম্বায় ৩০ ফুট(৯ মিটার) এবং প্রস্থ ৪০ ইঞ্চি(এক মিটার)।
  •  ওজন ২১ হাজার পাউন্ড বা ৯ হাজার ৫০০ কেজি। হিরোশিমা পারমাণবিক বোমার চেয়ে এর ওজন বেশি।
  •  দীর্ঘস্থায়ী বিকিরণ প্রভাব নেই

কীভাবে মোতায়েন করা হয়?

  •  বোমাটির লেজের দিকে লোহার পাখা আছে। বোমার ছোড়ার পর এই পাখাগুলো খুলে যায় এবং নিয়ন্ত্রণ করে।
  •  বড় ধরনের কার্গো বিমানে এটি স্থাপন করা হয়।
  • বোমাটি প্যালেটের(খড়ে ভরা জাজিম) মধ্যে বসানো থাকে। একটি প্যারাসুট প্যালেটটি তুলে নেয় এবং বোমাটি বিমানের বাইরে ফেলা হয়।
  •  তারপর প্যালেটটি পৃথক হয়ে, যাতে করে বোমাটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে।
  •  বোমাটি দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে যেতে থাকে এবং উপগ্রহের মাধ্যমে আংশিকভাবে এটি লক্ষ্যের দিকে পরিচালনা করা হয়।
  •  ভূমি থেকে ছয় ফুট ওপরে এটি বিস্ফোরিত হয়।
  •  বোমাটি শূন্যে বিস্ফোরিত হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। যাতে ধ্বংসাত্মক পরিসর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
  • একটি এম-১৩০ ‘হারকিউলিস’ কার্গো বিমানটি বোমাটি নিক্ষেপে ব্যবহার করা হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ০৭:২৭ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com