মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৃহস্পতিবার যেসব নির্বাচন হবে

  |   বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

বৃহস্পতিবার যেসব নির্বাচন হবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন হবে আগামীকাল (২৮ ফেব্রুয়ারি)। এছাড়াও এদিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিভিন্ন নথিতে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশে নবগঠিত ওয়ার্ডগুলোর ১৩ থেকে ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ৩৭ থেকে ৫৪ নম্বর সাধারণ আসনের কাউন্সিলরের পদে এবং ‘দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশে নবগঠিত ওয়ার্ডগুলোর ২০ থেকে ২৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ৫৮ থেকে ৭৫ নম্বর সাধারণ আসনের কাউন্সিলরের পদে ইতোপূর্বে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেখানে ভোট হবে বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি)।’

একই দিনে পিরোজপুর সদর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, কুমিল্লার বরুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন, এবং বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভার মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামীকাল ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন হবে। এগুলো হচ্ছে- দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল ইউনিয়ন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়ন, ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন ও মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন, কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবগঠিত খিরাম ও নানুপুর ইউনিয়ন। সেই সঙ্গে ১২৭টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন হবে কাল।জাগোনিউজ

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০২ | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com