শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটের সব ভবনে তালা দেওয়ার ঘোষণা

  |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | প্রিন্ট

বুয়েটের সব ভবনে তালা দেওয়ার ঘোষণা

মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) হত্যার প্রতিবাদে ১০ দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সকল দাবি না মানা হলে বুয়েটের সব ভবনে তালা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ২টার পর্যন্ত উপচার্যকে সময় বেধে দেয় আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ১০ দফা দাবিগুলো হলো-

১. অভিযুক্তদের ১১ অক্টোবর ২০১৯ তারিখের বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে।

২. আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ ও মামলার খরচ বুয়েটকে বহন করতে হবে। এই মর্মে অফিসিয়াল নোটিশ ১১ তারিখ বিকাল ৫টার মধ্যে প্রদান করতে হবে।

৩. মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৪. বুয়েট প্রশাসনকে সক্রিয় থেকে সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত ছাত্রদের আপডেট করতে হবে।

৫. অবিলম্বে চার্জশিটের কপি-সহ অফিসিয়াল নোটিশ দিতে হবে।

৬. ১৫ই অক্টোবরের মধ্যে বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও উপস্থিত হয়নি এবং পরে ৩৮ ঘণ্টা পরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ করে এবং কোন প্রশ্নের উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন তাকে জবাবদিহি করতে হবে।

৮.আবাসিক হলগুলোতে র‍্যাগের নামে ভিন্নমতাবলম্বীদের উপর সকল প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে।

৯. পূর্বে ঘটা এমন ঘটনার প্রকাশ এবং পরে ঘটা এমন ঘটনার প্রকাশের জন্য কমন প্লাটফর্ম থাকতে হবে। এবং নিয়মিত প্রকাশিত ঘটনা রিভিউ করে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করতে হবে। এই প্লাটফরম হিসেবে বুয়েটে বিআইআইএস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

১০. শেরে বাংলা হলের প্রভোস্টকে ১১ অক্টোবর বিকাল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

বাংলাদেশ জার্নাল

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৮ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com