শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিয়ে না করলে জানাই হতো না মানুষ কত জঘন্য’

  |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

‘বিয়ে না করলে জানাই হতো না মানুষ কত জঘন্য’

গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার নানা কারণে এতদিন সংবাদের শিরোনাম হয়েছেন। তবে বেশ কিছুদিন যাবত তিনি সংবাদের আড়ালে ছিলেন। সম্প্রতি শিক্ষামন্ত্রীর কন্যাকে বিয়ে করেছেন। এর পর থেকে আবার ব্যক্তিগত কিছু স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছেন। হঠাৎ সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুকে এক লাইনের একটি স্ট্যাটাস দিয়েছে। আর সেই স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

১৬ ঘন্টায় সেই স্ট্যাটাসটিতে ১৫ হাজার লাইক, ১১৯৫টি কমেন্ট এবং ২০৮জন শেয়ার করেছেন। স্ট্যাটাসটিতে অনেকেই পক্ষে আবার অনেকে বিপক্ষে মন্তব্য করেছেন।

তার সেই স্ট্যাটাস, ‘বিয়ে না করলে জানাই হতো না কিছু মানুষ কতো জঘন্য হতে পারে!’

ইমরানের এই ‘রহস্যজনক’ ফেসবুক স্ট্যাটাসে জয়নাল আবেদিন নামে একজনে মন্তব্য করেছেন, অস্পষ্ট স্ট্যাটাস, প্রবলেম কি ভাবি না অন্যান্য? যদি উত্তর অন্যান্য হয়, খুলে বলুন। না হলে সবাই বিষয়টি অন্যদিকে চিন্তা করতেছে।

মোসলেহ তরুণ লিখেছেন, ভাই এই পোস্টা ডিলেট করে ফেলুন। পারিবারিক ছোটখাটো মতপার্থক্য থাকেই। ভাই এমন পোস্টের জন্য মানুষ আপনার সংসারিক জীবন নিয়ে অনেক খারাপ মন্তব্য করবে। তা আমরা সহ্য করতে পারব না । কারণ আপনাকে ঘৃনা করার চেয়ে দেশে বিদেশে ভালবাসার অনেক লোক আছে। we love you Imran Vi….

জুয়েল কাজী লিখেছেন, মন্ত্রীর মেয়ে বিয়ে করে সম্ভবত বেচারা চিপায় পড়ছে, না পারে কইতে, না পারে সইতে, তাই ট্রেলার স্ট্যাটাস।

কাজী সফি আবেদীন লিখেছেন, স্ট্যাটাস কি নিজের জিন্দেগীর উপর? নাকি অন্যের হিস্টোরীর শিরোনাম? তা অনুল্যেখে বিরূপ প্রতিকৃয়ার শিকার হতে হয়।

তন্বী মজুমদার লিখেছেন, কইলে ডিটেলস কইতেন,আমরা হক্কলে মিল্লা সমাধান দিতাম। শিরোনাম কইয়া মাইনষ্যার উত্তেজনা বাড়াই দিছেন.. কাজ কি ঠিক হইলো?

মুমিন নামে একজন লিখেছে, যেহেতু লিখা অস্পষ্ট সেহেতু ধরেই নিচ্ছি আমাদের ভাবি বিরিয়ানী রান্না জানে না। আর যে বিরিয়ানী রান্না জানে না সে অবশ্যই জঘন্য মানুষ… বিরিয়ানীর অভ্যাস একবার হয়ে গেলে আর ছাড়া যায় না। হেটার্সরা বলবে আমিও ট্রল করছি।

– See more at: http://www.bd24live.com/bn/article/118429/index.html#sthash.QGYOoQqU.dpuf

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০৩ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com