শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপেও বাংলাদেশকে হারাতে চায় আফগানরা

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট

বিশ্বকাপেও বাংলাদেশকে হারাতে চায় আফগানরা

afgan

ঢাকা, ১০ মার্চ : এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে আফগানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বাগতিকদের হারানোর স্বপ্ন দেখছেন তারা। তাই লক্ষ্যও নির্ধারণ করেছে বাংলাদেশকে হারিয়ে প্রথম রাউন্ড উৎরানো।

সোমবার নগরীর হোটেল পেনিনসুলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রত্যয়ের কথাই জানালেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। বললেন, এশিয়া কাপে টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে সবার। বাংলাদেশকেও হারিয়েছি। এতে ছেলেরা উজ্জীবিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা নিশ্চয় কাজে লাগাবে ছেলেরা। কারণ প্রথম রাউন্ডে বাংলাদেশই বড় বাধা।

মোহাম্মদ নবী এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন। অধিনায়ক ছাড়াও দলের আরেক নিভর্রশীল ব্যাটসম্যান সামিউল্লাহ শেনোয়ারিও খুলনা রয়্যালসের হয়ে বিপিএলে খেলেছেন। দলের আরও কয়েকজন ক্রিকেটারও এই দুটি টুর্নামেন্টে খেলেছেন স্থানীয় বিভিন্ন দলের হয়ে। সব মিলিয়ে তাই বাংলাদেশ সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে আফগানদের। আর কন্ডিশন-উইকেটের ব্যাপারেও জমেছে বেশ অভিজ্ঞতা। তাই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াটা যেন কঠিন কিছু নয়।

আফগান অধিনায়ক বললেন, আমাদের দলের প্রায় অর্ধেক খেলোয়াড় ঢাকা লিগে ও বিপিএলে খেলেছে, ওই অভিজ্ঞতা এখানে হবে অমূল্য। বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগাবে ছেলেরা। আমরা কঠোরভাবে চেষ্টা করবো তাদের হারাতে।

চোটের কারণে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে দলে ছিলেন না তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কবলে পড়ে আফগানিস্তান ম্যাচ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দলের দুই নিভর্রশীল ব্যাটসম্যান মাঠের বাইরে থাকায় আফগানদের বিপক্ষে পরাজয়ের আচঁড় লেগেছে এ অজুহাত তুলতেই পারে টাইগার ভক্তরা।

সেটাকেও মাথায় রেখেছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। বললেন, বাংলাদেশের সাথে একদিনের ম্যাচ খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি। সাকিব, তামিমও খেলবে এই ম্যাচে। যেকোন কিছু ঘটতে পারে এখানে। তবে আমরা পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। আমরা পজেটিভ এবং ন্যাচারাল ক্রিকেট খেলার চেষ্টা করবো। তবে সাকিব তামিমের বিষয়টি যেন উড়িয়েই দিলেন সামিউল্লাহ শেনোয়ারি। বললেন, সাকিব, তামিমতো প্রথম বলেই আউট হয়ে যেতে পারে।

আরো একধাপ এগিয়ে যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাংটিংয়ে ঝড় তোলা সামিউল্লাহ শেনোয়ারি। বললেন, দলের দশজনই ব্যাটসম্যান। এদের মধ্যে ৬ জনই অলরাউন্ডার। সুতরাং বাংলাদেশকে হারানোর সামর্থ আমাদের রয়েছে। তাদের হারিয়েই আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। তবেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না আফগানরা। সামিউল্লাহ শেনোয়ারি বললেন, বাংলাদেশ অবশ্যই ভালো দল। অনেকদিন ধরে তারা খেলছে। তবে সমপ্রতি আমরা তাদের হারিয়েছি।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৪ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com