শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিও সামিটে পুরস্কার পেলেন জাবি শিক্ষার্থী সৌরভ

  |   সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

বিপিও সামিটে পুরস্কার পেলেন জাবি শিক্ষার্থী সৌরভ

বিপিও সামিট-২০১৯ এ  সম্মিলিতভাবে “ফেসবুক বাংলাদেশ ” ইভেন্টে   প্রথম হয়ে “সুইফ্ট  লাইকার এ্যাওর্য়াড” পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র সৌরভ রায়। তিনি জাবির আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী। এ্য়াওয়ার্ডটি পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার হাতে তুলে দেয়।

 অনুষ্ঠানটি ( ২১ ও ২২ এপ্রিল ) রবি ও সোমবার চর্তুথ বারের মতো সোনারগাঁও প্যান প্যাসফিকে অনুষ্ঠিত হয়। দু’দনিব্যপী এ সমিটে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক  উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়।

 অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্টের মি. রজার খুশি হয়ে সৌরভকে কেন্দ্রীয় ফেসবুক অফিসের একটি কালারফুল নোটবুক উপহার দেন। এছাড়াও  উইনার্স হিসেবে তার হাতে তুলে দেন  একটি অত্যাধুনিক হ্যান্ডসেট ।

 সৌরভ পড়াশোনার পাশাপাশি অনেক  সামাজিক, যুব, এনজিও এবং ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত এবং  বাংলাদেশ মডেল  ইয়ূথ পার্লামেন্টে কার্যকারি   সদস্য।

অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে সৌরভ বলনে “ আমি বাংলাদেশের উন্নয়নে অদ্বিতীয় কিছু আবিষ্কার করতে চাই ।যার কল্যাণে বাংলাদশে আরও প্রগতিশীল হতে পারবে যা বহি-বিশ্বে  বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।

 উক্ত সামিটে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি   উপস্থতি ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক ।

 দুই দিনব্যাপী এই সামিটে ভিন্ন ভিন্ন সেশনে  অনেক  গুলো ইভেন্ট অনুষ্ঠিত  হয়। এছাড়াও অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, মিঙ্গাপুর, দঃ আফ্রিকা, ইউকে সহ  বিভিন্ন দেশের প্রতিনিধিরা   তাদের  মূল্যবান বক্তব্য রাখেন । এছাড়াও  বক্তব্য রাখনে বিভিন্ন দেশ থেকে আসা আইটি স্পেশালিস্ট, সফল বড় বড় কোম্পানির প্রধানরা ।।  অনুষ্ঠানটিতে   বাংলাদেশের  বিভিন্ন  পেশায়  চাকুরীজীবী, স্কুল, কলেজ ,বিশ্ববিদ্যালয়ের  ছাত্র ছাত্রীদের  অংশগ্রহণ  ছিল উল্লখযোগ্য ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২১ | সোমবার, ২২ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com