বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিচার বন্ধে মরিয়া মোশাররফ এবার জাতিসংঘের দ্বারে

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

বিচার বন্ধে মরিয়া মোশাররফ এবার জাতিসংঘের দ্বারে

mosarraf
ডন, দ্য নেশন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে দেশদ্রোহের মামলায় বিচার থেকে রক্ষায় সহায়তা করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন তার আইনজীবীরা।  লন্ডন থেকে আন্তর্জাতিক আইনজীবীদের একটি দলের এ আবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এ বিচার বিলম্বিত করা কিংবা বন্ধ করতে বলার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘকে।

তাছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দেশগুলোর কাছেও আইনজীবীরা একই আবেদন জানিয়েছেন। পাকিস্তানে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করে মোশাররফ সংবিধান লঙ্ঘন করেছিলেন, এই অভিযোগে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে সরকার। এ মামলায় ২৪ ডিসেম্বর তার বিচার শুরুর কথা রয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে।
মোশাররফের আইনজীবীরা বলছেন, মোশাররফের পক্ষে যুক্তি দেখিয়ে তারা জাতিসংঘে একটি প্রতিবেদন দাখিল করেছেন। এতে বলা হয়েছে, ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নওয়াজ শরিফকে উত্খাতের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মামলার বিচারক যারা আছেন, তাদের বাছাই করেছেন প্রধানমন্ত্রী শরিফই। ফলে মোশাররফ ন্যায়বিচার পাবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন হওয়ার পর ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানে শাসন পরিচালনা করেন মোশাররফ। পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মোশাররফকে পদত্যাগে বাধ্য করে। এর পরই নির্বাসনে চলে যান তিনি।
এ বছর মার্চে পাকিস্তানে নির্বাচনে অংশ নিতে দেশে ফেরেন মোশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা মামলার কারণে তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ০১:২৭ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com