বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিচার না হলে ইসির বিরুদ্ধে মামলা করবো’

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

‘বিচার না হলে ইসির বিরুদ্ধে মামলা করবো’

abu sayeed

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাবনা-১ আসনে ভোট ডাকাতির বিচার না হলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। আবু সাইয়িদ বলেন, ‘নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আমার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল টুকুর সন্ত্রাসী বাহিনী ভোটার এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলাও দিয়েছেন।’ সাবেক এই মন্ত্রী বলেন, ‘নির্বাচন চলাকালে সন্ত্রাসী বাহিনী আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়ে জালভোট দিয়েছে। এ ব্যাপারে আমি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’ বেসামরিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কমিশনারের নির্দেশ উপক্ষো করেছেনএবং তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ভোট ডাকাতি, কারচুপি করে দেশ ও সরকার এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ট করেছে।’ তিনি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান। ৫ জানুয়ারির নির্বাচনকে ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনে ১৫৩ জন প্রার্থী বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেশে এখন দ্বৈত সংসদ চলছে।’ প্রবীণ এই রাজনীতিক আরো বলেন, ‘এই নির্বাচনের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, দলীয় বা নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর জন্য দরকার সাংবিধানিক শক্তির প্রয়োগ।’ এসব বক্তব্যের আগে তিনি একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল বাতেন খান ও নুর সাদী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৩:০৯ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com