শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কোনো পরিকল্পনা ছিলো না:তোফায়েল আহমেদ

  |   মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

বিএনপির কোনো পরিকল্পনা ছিলো না:তোফায়েল আহমেদ

দেশ চালাতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের কোনো পরিকল্পনা ছিল না দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলা ভাষা আন্দোলন : অসম্প্রদায়িক জাতিসত্তার বিজয়’ সেমিনারে এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘উন্নয়নের চরম শিখরে আমরা আরোহণ করছি। গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিষ্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের একমাত্র কারণ পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করা। শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশ চলছে।’

‘ভিষণ ২০২১, ভিষণ ২০৪১ সাল এবং ২১০০ সালের ভিষণের ডেল্টা প্ল্যান নিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। কিন্তু বিএনপি-জামায়াত কোনো পরিকল্পনা ছাড়াই দেশ চালিয়েছে। তারা ক্ষমতায় থেকে মানুষের ওপর জুলুম, নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমেই ব্যস্ত ছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম অর্থনৈতিক দেশ। যা ২০২১ সালে ২৬ বা ২৮ এ আসবে বলে অনেকেই মনে করছে।’

অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ। এই আসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কাজ করে যাচ্ছে। এবারের একাদশ জাতীয় সংসদে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান হয়নি। অথচ বিএনপি সরকারের সময় মন্ত্রীত্ব পর্যন্ত তারা করেছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে বলে জানিয়ে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘পৃথিবীর সব দেশেই নির্বাচন নিয়ে বিরোধীরা বিতর্ক তৈরি করতে চায়। বিএনপি এই নির্বাচনকে বিতর্কিত করতে গতকালও কয়েকটি দূতাবাসে গিয়েছে। অতীতেও ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে। বিএনপি এই নির্বাচনকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে।

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এই সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্ধোপধ্যায়। মূল প্রবন্ধ পাঠ করেন হারুন হাবীব।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১২ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com