শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহাম আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  |   বুধবার, ২৫ জুন ২০১৪ | প্রিন্ট

B'ham Aleague (Makhon)

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : দীর্ঘ ৬৫ বছরের ঐতিহ্যের ধারক বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলী গ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে সকল আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশে-বিদেশে কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্মিংহাম আওয়ামীলীগের আয়োজিত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম আওয়ামীলীগের অন্যতম সহ সভাপতি সৈয়দ আলী হাসান। সভা পরিচালনা করেন সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন। মঞ্চে উপবিষ্ট ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের সহ সভাপতি সাদেক মিয়া সামসুল, শাহ রুকন আহমেদ, বুলন চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, কামাল আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দফতর সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম, তত্ত্ব ও গবেষণা সম্পাদক হুসাইন আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল ইসলাম, সহ প্রচার সম্পাদক রহমত আলী, বার্মিংহাম আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শাহজাহান মিয়া, বার্মিংহাম আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ লুৎফুর রহমান, আজাদ মিয়া, আব্দুল মুহিত, মোস্তাফিজুর রহমান (দিপু শেখ), সুহেল আলী, বার্মিংহাম যুবলীগ সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, বার্মিংহাম যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মিডল্যান্ড যুবলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগ সাধারণ সম্পাদক রুহেল আমিন খান, যুগ্ম সম্পাদক মুসাদ্দিক আহমেদ শ্যামল, জামিল আহমেদ, মইন চৌধুরী, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগ যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, আমিরুল ইসলাম বেলাল, বার্মিংহাম যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ সাহিনুর, সোলেমান হুসাইন, বার্মিংহাম ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নোমান আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বক্তারা আরো বলেন রাজাকার, রাজাকারের দোসর, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই।

সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন আমিরুল ইসলাম বেলাল। ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে, ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারবর্গ সহ ৩রা নভেম্বর জাতীয় চার নেতা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি এবং একুশ আগস্ট-এ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০৯ | বুধবার, ২৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com