বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহামে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এ কে আজাদ কনরের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত

  |   বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

বার্মিংহামে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এ কে আজাদ কনরের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : বার্মিংহামে আশির দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব এ কে আজাদ কনরের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। স্মলহিথের স্থানীয় একটি রেষ্টুরেন্টে কমিউনিটি নেতা গাবরু মিয়ার সভাপতিত্বে ও প্রবীন কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমেদের পরিচালনায় সম্প্রতি বার্মিংহামে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা এ কে আজাদ কনরের উপর স্থানীয় কিছুসংখ্যাক সংবাদকর্মীদের আক্রমণ করে তাকে শারিরিকভাবে লাঞ্চিত ও আহত করার প্রতিবাদে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

বক্তারা বলেন, কমিউনিটিতে যদি বয়োজেষ্টদের এভাবে ঘর থেকে ডেকে নিয়ে তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্টানে গিয়ে তাদের উপর এ ধরনের হামলা করা হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা অহরহ ঘটতে থাকবে যাহা বাংলাদেশী কমিউনিটির জন্য সুখকর হবে না ।

তারা, এ ধরনের হামলাকে একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে যাতে ভবিষ্যতে কমিউনিটিতে এ ধরনের ঘটনা পূনরাবৃত্তি আর না ঘটে সেজন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহবান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল কাদির জিলানী, শাহ আবিদ আলী, বশির মিয়া কাদির, রানা মিয়া চৌধুরী, আব্দুল মুত্তালিব চৌধুরী শেবু, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল মালিক সানু মিয়া,এম হাসান খোকন,শাহ রুকন, সাইফুল আলম, জুনেদুর রহমান জুনেদ, এনামুল হক খান নেপা, হুসেন আহমদ, মোস্তাফিজুর রহমান দিপু, রহমত আলী, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস রাজু  সহ আরো অনেকে।

 

Facebook Comments Box
advertisement

Posted ২১:৩৬ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com