বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহামে আল্লামা ফুলতলী (রঃ) এর ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত 

  |   রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট

বার্মিংহামে আল্লামা ফুলতলী (রঃ) এর ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, বার্মিংহাম :   আনজুমানে আল ইসলাহ ইউকে মিডলান্ডস ডিভিশনের উদ্যোগে গত ১৫ জানুয়ারি শনিবার রাতে বার্মিংহাম ওয়েস্টব্রমউইচ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্রান্ড মাসজিদে রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রঃ) এর ১৪তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

ইছালে ছাওয়াব উপলক্ষে পবিত্র কোরআন খতম, খতমে খাজেগান, খতমে দালায়েলুল খায়রাত, আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিডল্যান্ডস ডিভিশনের আওতাধীন সকল শাখা থেকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রঃ) এর মুহিব্বিন, মুরিদীনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের আগমনে মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান এবং উপস্থাপনা করেন ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী।মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের ছাত্র মিনহাজ আহমদ, নশিদ পরিবেশন করেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের ছাত্র নজরুল ইসলাম মাহদি ও শামসুদ্দোহা শিল্পী গোষ্ঠির পরিচালক ক্বারী আবুল খায়ের।

সভায় বক্তাগণ বলেন, যুগশ্রেষ্ঠ ওলী হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রঃ) দ্বীণ ইসলামের সঠিক আক্বিদা প্রচারে অগ্রণী ভ’মিকা পালন করেছেন। শরয়িত, তরিকত, মারেফতসহ একজন মানুষের জীবনের সকল সঠিক দিকের শিক্ষা দান করেছেন। বিশ্বজুড়ে পবিত্র আল কোরআন এবং হাদীসের বিশুদ্ধ শিক্ষার দ্বারা মানুষ আজো উপকৃত হচ্ছে।

বক্তাগণ আরো বলেন, তিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও মজলুম মানুষের পক্ষে সুউচ্চ ও সুদৃঢ় কণ্ঠস্বর এবং প্রকৃত আশেকে রাসুল। বক্তাগণ বলেন, মহানবী (সঃ) এর আদর্শ প্রতিষ্ঠায় হযরত আল্লামা ফুলতলী (রঃ) ছিলেন ময়দানের এক মহাবীর।

মাহফিলে বক্তব্য রাখেন : মিডল্যান্ডস আল ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকনুদ্দীন আহমদ, আলমরক গাউছিয়া জামে মাসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান,দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষক মাওলানা মাহবুব কামাল, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আমিন, মোহাম্মদ এমদাদ হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে আল ইসলাহর ভাইস প্রেসিডন্ট মোহাম্মদ খুরশেদ উল হক , ওয়ালছল জালালাবাদ সুন্নি জামে মাসজিদের খতিব মাওলানা নোমান আহমদ,ওয়ালছল আল ইসলাহর প্রসিডেন্ট হাজী আব্দুল কাদির , মোহাম্মদ সাদ উদ্দিন , মাওলানা আব্দুল গাফফার, হাজী সাহাব উদ্দিন, হাফিজ আবুল হোসাইন, ক্বারী মোজাম্মিল আলী , সান্ডওয়েল গ্রান্ড মাসজিদের ইমাম হাফিজ হোসাইন আহমদ , হাফিজ কাবির আহমদ , মাওলানা এহসানুল হক প্রমুখ।

পরিশেষে, মিলাদ শরীফ ও বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কাজ সমাপ্ত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:৪১ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com