বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

  |   সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত
শাহ সুমন, বানিয়াচং, থেকে : বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। ২৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। সভায় বক্তারা বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের আসন্ন নির্বাচনের আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য একমত পোষন করেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ট রাখার জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের বিশেষ ভূমিকা কামনা করেন।
এছাড়া ইউপি নির্বাচনের পরপর টমটম চালক ও টমটম যত্রতত্র আটকে বাধা ও যানজট নিরসনে একটি পরিকল্পনার কথা জানানো হয়।এছাড়াও পরিবেশ প্রতিবেশের ক্ষতি করে ও ভূমি আইন অমান্য করে ফসলের জমিতে বসতি স্থাপন নিয়ে উদ্ধেগ জানানো হয়।  যারা আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের জন্য ও সভায় অনুরোধ করা হয়।সভায় বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
এ সময় সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ  মোঃ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ, ওয়ারিশ উদ্দিন খান,রেখাছ মিয়া,মৌঃ হাবিবুর রহমান,লুৎফুর রহমান,এরশাদ আলী,শাহ শওকত আরেফীন সেলিম,আব্দুল কদ্দুছ শামীম,ফজলুর রহমান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজল চ্যাটার্যী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,মৎস্য কর্মকর্তা একরামুল হক,পিআইও মলয় কুমার দাস,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,ইউএইচও শামীমা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা প্রমূখ।
Facebook Comments Box
advertisement

Posted ২১:০১ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com