শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে শান্তি পূর্ণ ভাবে জাতীয়তাবাদী দলের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত

  |   শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ | প্রিন্ট

বানিয়াচংয়ে শান্তি পূর্ণ ভাবে জাতীয়তাবাদী দলের দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত
শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচংয়ে দীর্ঘ ১২ বছর পর বিএনপির এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। (১ এপ্রিল) রোজ শুক্রবার সকাল ১০ টায় বিএনপি বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক  আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় উপজেলা সদরের নাজমুল হাসান জাহেদ একাডেমির মাঠ প্রাঙ্গণে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি জাতীয়  নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন অনুষ্ঠানটি উদ্ভোধন করেন।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে বিএনপির কেন্দ্রীয় প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লা,ইউনিয়ন, উপজেলা, জেলা,বিভাগগুলোতে প্রকৃত গণআন্দোলন গড়ে তুলতে পারলেই প্রকৃত গনতন্ত্র আদায় করা সম্ভব হবে।মনে রাখবেন বিএনপি’র ইতিহাস- গনতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস।
পাশাপাশি বিনা বিচারে কারাবন্দী দেশনেত্রী খালেদা  জিয়াকে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে দেশের গনতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য জনসাধারণের নিকট আহ্বান জানান তিনি।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন,সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া প্রমুখ।উক্ত সম্মেলনে বিএনপির অঙ্গসংগঠনের ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।। সম্মেলন শেষে উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১হাজার ৬৫ জন  ভোটার। মুজিবুল হোসাইন মারুফ ৫৫০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নকিব ফজলে রাকিব মাখন ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৩ | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com