শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষের দুঃসময়ে সবসময় বিএনপি পাশে ছিল এখনো আছে : গয়েশ্বর চন্দ্র

  |   রবিবার, ০৩ জুলাই ২০২২ | প্রিন্ট

বাংলাদেশের মানুষের দুঃসময়ে সবসময় বিএনপি পাশে ছিল এখনো আছে : গয়েশ্বর চন্দ্র

একে কুদরত পাশা, সুনামগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের মানুষের দুঃসময়ে সবসময় বিএনপি পাশে ছিল এখনো আছে। এবারের মহা দুর্যোগেও আমরা আপনাদের পাশে আছি। আমাদের দলের সকল নেতাকর্মী সিলেটের চারটি এবং নেত্রকোনা জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা দলীয় প্রধানের নির্দেশে ঢাকা থেকে বিভিন্ন টিম সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলা সফর করছি। এরই ধারাবাহিকতা আমি আজ দিরাই শাল্লার বিভিন্ন এলাকায় দলীয় সহায়তা বন্যার্তদের মাঝে পৌঁছে দিচ্ছি । যতদিন দূর্ভোগ থাকবে বিএনপির সহায়তা অব্যাহত থাকবে ।

রোববার বিকেলে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে । তিনি আরও বলেন যখন স্মরণ কালের ভয়াবহ বন্যায় বৃহত্তর সিলেটের ও নেন্রকোনা জেলার মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তখন রাতের ভোটে নির্বাচিতরা আরাম আয়াসে দিন কাটাচ্ছেন ত্রাণ সহায়তায় নামে নিজের দলের লোকদের নিয়ে ফটোসেশানে ব্যস্ত।

গয়েশ্বর রায় বলেন, তৃণমূলের কর্মীরাই হচ্ছেন বিএনপির শক্তি। আমরা আমাদের সবকিছু নিয়ে আপনাদের পাশে থাকবো। বিদেশে আমাদের কোনো শক্তি নেই । যতদিন আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে না ততদিন বিএনপি এই অবৈধ সরকার ও তার লালিত নির্বাচন কমিশনের অধিনে নির্বাচনে যাবনা । ত্রান বিতরণে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি নাদের আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ | রবিবার, ০৩ জুলাই ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com