শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমানে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে : দুদক চেয়ারম্যান

  |   শনিবার, ২৪ মে ২০১৪ | প্রিন্ট

dodok

সাভার প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, বর্তমানে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে।  শনিবার দুপুরে সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সততা সংঘের সমাবেশ ও দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি হঠাৎ করে বাংলাদেশে আসেনি। প্রাচীন কাল থেকে দুর্নীতি চলে এসেছে। দিনের পর দিন এটা বিস্তার লাভ করেছে। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে সহজে দুর্নীতি নির্মূল করা যাচ্ছে না।

বদিউজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশও দুর্নীতিগ্রস্ত ছিল। তারা নিজেদের চেষ্টা ও রাজনৈতিক সদিচ্ছার কারণে অনেকাংশে দুর্নীতি নির্মূল করতে পেরেছে। কিন্তু আমরা সেটি এখনো করতে পারিনি। এর কারণ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছার দারুণ অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী তারাই আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হবেন। কাজেই তাদের মনে যদি দুর্নীতির প্রতি ঘৃণা জাগ্রত করা যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত দেশ হিসেবে পরিচিত হবে। পরে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক এমরানুল হক শাহ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শওকত আলী মাহমুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খাঁন নঈম।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৪ | শনিবার, ২৪ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com