বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বরিশাল সিটি নির্বাচন নিয়ে শঙ্কা নজরুলের

  |   সোমবার, ১৬ জুলাই ২০১৮ | প্রিন্ট

বরিশাল সিটি নির্বাচন নিয়ে শঙ্কা নজরুলের

বরিশাল সিটি নির্বাচন নিয়ে শংকা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে যা হয়েছে, তাতে বরিশাল সিটি নির্বাচন নিয়েও শঙ্কা থাকারই রয়েছে।

সোমবার বরিশাল নগরীর প্রবেশ মুখ গড়িয়ার পার এলাকায় বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে গনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

সরকারি দল তাদের সরকারি প্রভাব খাটিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার নির্বাচনে ত্রিমুখী নীতি প্রনয়ন করছে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবী করব, সরকারের কাছে দাবী করব যাতে সকলকে সমান সুযোগ দেয়া হোক।’

মজিবর রহমান সরোয়ার আগেও সফল মেয়র ছিলেন এবং বারবার এমপি নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মজিবর জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নাই। তার বিজয় নিয়েও আমরা দুশ্চিন্তাগ্রস্থ নই। শুধু ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থার জন্য দাবী জানাচ্ছি।’

ভোটারদের ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে নানা ধরণের হুমকি-ধামকি দেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বরিশালের জনগনের কাছে আহ্বান করব ভোটের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ন মতামত দেয়ার জন্য। বরিশালের জনগণ নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং যোগ্য প্রার্থী হিসেবে মজিবর রহমান সরোয়ারকে ভোট দিয়েই নির্বাচিত করবেন।’

নির্বাচনী গনসংযোগকালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, আবুল হোসেন, বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৫৫ | সোমবার, ১৬ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com