বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ : চরম ভোগান্তিতে এইচ এস সি পরিক্ষার্থীরা       

  |   বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

বদলগাছীতে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ : চরম ভোগান্তিতে এইচ এস সি পরিক্ষার্থীরা       

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে কারিগরি ও বাণিজ্যিক কলেজে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে গেট নির্মাণের কাজ করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন চলতি এইচএসসি পরিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিক্ষার্থীরাসহ অভিভাবকরা। নির্মাণ কাজ চলমান থাকায় শুধু যাতায়াত নয়, অতিরিক্ত শব্দে পরিক্ষার্থীদের মনোযোগেও চরম ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন তারা।

বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজে পরীক্ষা দিতে আসা এইচএসসি পরীক্ষার্থী আল-আমিন, সাকিল হোসেন, নূরুজ্জামান ও রুবেল হোসেন বলেন, এই কলেজে পরীক্ষা দেয়ার মতো কোন পরিবেশ নেই। পরীক্ষার সময় যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ চলছে। এসবের শব্দে মনোযোগ বিঘ্নিত হচ্ছে। ফলে পরিক্ষা খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরাও এসব অব্যবস্থাপনার ব্যাপারে চরম ক্ষোভ হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, দেড় বছর বন্ধ থাকার পর পরীক্ষা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ এতদিন কি করল যে পরীক্ষার মধ্যে রাস্তা বন্ধ করে ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নষ্ট করে তাদের নির্মাণ কাজ করতে হবে। এই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাপারে খুবই উদাসীন এটা তারই প্রমাণ।

পরীক্ষার পরিবেশ নষ্ট করে নির্মাণ কাজ চালানোর বিষয়ে বদলগাছী কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের অধ্যক্ষ  জিনাত রশিদ বলেন, নির্মান কাজ নয়। একটা গেট তৈরি করা  হচ্ছিল। ওই জায়গার মাটি একটু উঁচু। ওখানকার মাটি সাইজ করে ভরাট করে গাড়ি পার করার জন্য জায়গাটা ঠিক করা হচ্ছে। ইউএনও স্যারের গাড়ি পার হবে। এজন্য ওটার মাটি ভরাট করে দিয়ে ঠিক করা হচ্ছে।

এ ব্যাপারে বদলগাছী কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, অনেক আগেই নির্মাণ কাজ শেষ করতে বলেছিলাম। আমি শুনেছি শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। দ্রুত কাজ
শেষ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:১০ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com