শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বছরের পর বছর জেল খেটেছি কোনদিন ল্যান্ডসেটেও কথা বলার সুযোগ পাইনি : মতিয়া চৌধুরী

  |   বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট

বছরের পর বছর জেল খেটেছি কোনদিন ল্যান্ডসেটেও কথা বলার সুযোগ পাইনি : মতিয়া চৌধুরী

শাহরিয়ার মিল্টন, শেরপুর  : ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর- ২  আসনের সংসদ সদস্য ‘বেগম মতিয়া চৌধুরী বলেছেন,  বছরের পর বছর জেল খেটেছি কোনদিন ল্যান্ডসেটেও কথা বলার সুযোগ পাইনি। শেখ হাসিনা উদার বলেই দন্ডপ্রাপ্ত তারেক রহমান স্কাইপে আর তার মা বেগম জিয়া ফোনে কথা বলেন।শেখ হাসিনা  প্রতিহিংসার রাজনীতি করেন না। তাই তিনি বিএনপি’র দন্ডপ্রাপ্ত এ দুই নেতাকে সুযোগ করে দিয়েছেন। জনগণের দোয়ায়
বার বার তিনি বৈধভাবে ক্ষমতায় আসেন। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। তিনি বুধবার (১ জুন) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে উদ্দীপনামূলক উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন- বিএনপি ও তার নেতারা অকৃতজ্ঞ। পৃথিবীর কোথাও দন্ডপ্রাপ্ত আসামী জেলখানায় বসে পরিচারিকা পান না। বেগম জিয়া সে সুযোগ পেয়েছেন। দন্ডিত হয়েও তিনি বাড়ীতে বহাল তবিয়তে রয়েছেন। সব সুযোগ সুবিধা
ভোগ করছেন।  এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বইয়ের সুবাস পায়, মেয়েরা বাড়ীতে বসে উপবৃত্তির টাকা ও করোনাকালে দরিদ্র মানুষ বিকাশের মাধ্যমে আড়াই হাজার করে টাকা তুলতে পারেন।

এই উপহার প্রদান অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) সি তা বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ১৪৮টি প্রাথমিক, এবতেদায়ী ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী (টপটেন) ২ হাজার ২২০জন শিক্ষার্থীকে একটি করে টেবিল ফ্যান, সোলার ল্যাম্প ও নগদ ১ হাজার টাকা করে উদ্দীপনামূলক অনুদান প্রদান করেন। এছাড়া ১০৪টি মসজিদ ও মন্দিরে ১ বান্ডেল টিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত
পরিবারের মাঝে সমপরিমাণ আর্থিক প্রণোদনা বিতরণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৩২ | বুধবার, ০১ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com