শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গবন্ধুর প্রতি ভক্তিপ্রদর্শনের আয়োজন কৃত্রিমতায় ভরা: সেলিম

  |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৩ | প্রিন্ট

ঢাকা : বঙ্গবন্ধুর প্রতি ভক্তিপ্রদর্শনের আয়োজন কৃত্রিমতায় ভরা বলে-মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিতে, তার প্রতি ভক্তি দেখাতে এখন মানুষের অভাব হয় না। কিন্তু এর এক শতাংশ মানুষও যদি সেদিন রাস্তায় নেমে আসত, তাহলে ইতিহাস অন্যরকম হতো। এখন বঙ্গবন্ধুর প্রতি ভক্তিপ্রদর্শনের যে আয়োজন তা কৃত্রিমতায় ভরা, এটা সকলের কাছে স্পষ্ট।’’


বৃহস্পতিবার মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু স্মরণে সিপিবি ঢাকা কমিটি আয়োজিত আলোচনা সভায় সিপিবি সভাপতি এসব কথা বলেন।


সেলিম আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের শ্রেণীচরিত্র এখন বদলে গেছে। এক সময় মধ্যবিত্ত শ্রেণী আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন লুটেরা ধনিক শ্রেণীর হাতে আওয়ামী লীগের নেতৃত্বের নিয়ন্ত্রণ চলে গেছে। তাই এখন আর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে এগিয়ে নেয়া সম্ভব নয়। মুজিবের আদর্শকে এগিয়ে নেয়ার ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ।


সৈয়দ জাফর আহমেদ বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। একই সাথে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উন্মোচন করে, ষড়যন্ত্রের সাথে যুক্ত সকলকে বিচারের আওতায় আনতে হবে।


সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা এ এন রাশেদা, ঢাকা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বিকাশ সাহা প্রমুখ।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৩ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com