শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ধরপাকড় অব্যাহত : বিএনপির পোলিং এজেন্টদের হুমকি

  |   শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

বগুড়ায় ধরপাকড় অব্যাহত : বিএনপির পোলিং এজেন্টদের হুমকি

বগুড়ার বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের ধরপাকড় চলছেই। একই সাথে চলছে পুলিশি গ্রেপ্তার অভিযান। বাড়ি বাড়ি চলছে হামলা ভাংচুর লুটপাট ।একই সাথে শেরপুর ধুনটসহ জেলার বিভিন্ন স্থানে পোলিং এজেন্টদের হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বগুড়ার বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের ধরপাকড় চলছেই। একই সাথে চলছে পুলিশি গ্রেপ্তার অভিযান। বাড়ি বাড়ি চলছে হামলা ভাংচুর লুটপাট ।একই সাথে শেরপুর ধুনটসহ জেলার বিভিন্ন স্থানে পোলিং এজেন্টদের হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও গত ৪৮ঘন্টায় উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার করা হয়েছে বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মীকে এমন অভিযোগ করেছে দলীয় একটি সূত্র। বৃহস্পতিবার রাতে জামাত সমর্থিত শেরপুর উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার করা হয় ১৭জনকে ।

এদিকে শুক্রবার রাতে জেলার ধুনটে বগুড়া- ৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী জিএম সিরাজের প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাড. মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে স্বরণকালে বর্বর হামলার ঘটনায় ব্যাপক ভাংচুর ও তান্ডব চালানো হয়েছে।

রাতে সন্ত্রাসী হামলা ও তান্ডবের পর সকালে পুলিশ ওই বাড়িতে চেয়ে মোজাম্মেল হকের ছোট ভাই জহুরুল ইসলাম ও এলাংগী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে।

এব্যপারে এ্যাড মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছেন, আমাদের পোলিং এজেন্টদের হুমকি দিয়ে বলা হয়েছে, যারা ধানের শীষের এজেন্ট হবে ভোটের পরদিন তাদের বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে।

এদিকে একই দিন সন্ধ্যা রাতে শেরপুর উপজেলার বগুড়া ঢাকা মহাসড়কের ধনকুন্ডি এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদের মালিকানাধীন ফুড ভিলেজে নামে একটি সুনাখ্যাত হোটেলে অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, গাড়ীদহ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা জাহেদুর রহমান টুলু, বিএনপি নেতা ফেরদৌস জামান, হাফিজার রহমান ও আব্দুর রহিম।
শুক্রবার রাতে বগুড়া-২ সংসদীয় আসনের শিবগঞ্জে ৪জন সহ বিভিন্ন স্থানে পুলিশ গ্রেফতার করে আরো কমপক্ষে ১০ নেতাকর্মীকে। শেষ খবর পর্যন্ত ধরপাকড় অব্যাহত ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৫৫ | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com