শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী প্রেসক্লাবের তালা খুলল দীর্ঘ ৬ বছর পর  

  |   সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট

ফেনী প্রেসক্লাবের তালা খুলল দীর্ঘ ৬ বছর পর  
দেলোয়ার হোসাইন, ফেনী : ফেনী প্রেসক্লাবের তালা খুলল দীর্ঘ ৬ বছর পর।২০১৬ সালের ৩ মে ক্লাবটিকে সিলগালা করে দেয় প্রশাসন। ক্লাবের দুই পক্ষের মধ্যে বিবাদের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছিল। নিজেদের মধ্যে বিভেদ ভুলে পূণরায় এক হতে চলেছে জেলার কর্মরত পেশাদার সাংবাদিকরা।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকরা এক হয়ে ক্লাবে প্রবেশ করে। এরপর সাংবাদিকরা শহরের জেল রোডস্থ শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রেসক্লাবের ঐক্যের ব্যাপারে শপথ বাক্য পাঠ করেন সাংবাদিকরা বলেন, জেলার ইতিবাচক সাংবাদিকতাকে টিকিয়ে রাখার প্রশ্নে প্রেসক্লাবের তালা খোলার বিকল্প ছিল না।
সাংবাদিকদের মধ্যে বাড়ছিল অনৈক্য। বিবাদমান এ অচলাবস্থা দূর করার প্রয়াসে ফেনীর সাংবাদিকরা এক হয়েছে ঐক্যের প্রশ্নে। যার ধারাবাহিকতায় ক্লাবে প্রবেশ করেছেন সাংবাদিকরা। সকালে জেলার কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ক্লাবের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর এক এক করে জেলার কর্মরত অন্য সাংবাদিকরাও ক্লাবে প্রবেশ করে।
সদ্য ঘোষিত ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা জেলার সব সাংবাদিকরা চাই জেলার প্রাচীন এই সাংবাদিক সংগঠনটি প্রাণ ফিরে পাক। বিভেদ ভুলে সকল সাংবাদিকরা এক ছাদের নিচে আসুক৷ প্রেসক্লাবে সাংবাদিকরা ফেরায় ফেনী সাংবাদিকতা নতুন করে প্রাণ সঞ্চার করবে। পেশাগত সাংবাদিকদের অনৈক্যের কারণে অপেশাদাররা মাথা চাড়া দিয়ে উঠে। আশা করব সে অবস্থার অবসান ঘটবে।
Facebook Comments Box
advertisement

Posted ১৭:৪৭ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com