শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসে মূল্যায়ন হবে দক্ষতার ভিত্তিতে: নতুন মহাপরিচালক

  |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | প্রিন্ট

ফায়ার সার্ভিসে মূল্যায়ন হবে দক্ষতার ভিত্তিতে: নতুন মহাপরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন হবে জানিয়েছেন বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

 

দায়িত্ব গ্রহণের পরদিন গতকাল প্রথম কার্যদিবসে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মহাপরিচালক।

 

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘একটি বিষয়ে আমি সবাইকে পরিষ্কার করতে চাই, আর তা হলো, এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে।’ সবাইকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন তিনি।

 

এই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালকরা, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সব বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালকরা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদপ্তরের উপপরিচালকরা ও সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহিদ সদস্যসহ দুর্ঘটনার অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

ফায়ার সার্ভিসের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক নিযুক্ত করায় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান। তিনি কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।

 

নকনজরে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন ১৯৭১ সালের ১০ মার্চ নোয়াখালী জেলায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজে। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে তিনি কমিশন লাভ করেন।

 

আর্টিলারী ইউনিটে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটি পদাতিক ব্রিগেডের তৃতীয় গ্রেডের স্টাফ অফিসার (অপারেশন), বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স (ট্যাকটিকস উইং)-এর বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং সশস্ত্র বাহিনী বিভাগের দ্বিতীয় গ্রেডের স্টাফ অফিসার (ফরেন অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন দুই বছরের বেশি একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কমান্ড করেছেন। পরে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের প্রথম গ্রেডের স্টাফ অফিসার (জয়েন্ট অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মাইন উদ্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, টাম্পা, ফ্লোরিডাতে কাজ করেছেন এবং মার্কিন সামরিক বাহিনীর বীরত্বপূর্ণ পুরস্কার ‘জয়েন্ট সার্ভিসেস কমেন্ডেশন মেডেল’ লাভ করেন। সেখান থেকে দেশে ফিরে তিনি আর্মি ট্রেনিং এবং ডকট্রিন কমান্ডে, ফরমেশন ট্রেনিং ইভালুয়েটর এবং ডকট্রিন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেন এবং স্বর্ণ দ্বীপের টাস্কফোর্স কমান্ডার ছিলেন।

 

তিনি ডিজিএফআইয়ের ঢাকা ডিটাচমেন্টের, ডিটাচমেন্ট কমান্ডার এবং সেনাসদর দপ্তরের মিলিটারি ট্রেনিং ডিরেক্টরেটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা।

গতকাল ২৫ মে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৪৩ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com