শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্লে-অফ এবং ফাইনালের টিকিট পাবেন যেভাবে

  |   রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

প্লে-অফ এবং ফাইনালের টিকিট পাবেন যেভাবে

বিপিএলের রাউন্ড রবিন লীগের লড়াই গতকাল শেষ হয়েছে। ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের ম্যাচের মধ্যদিয়ে নিষ্পত্তি হয়েছে প্লে-অফের লাইনআপ। সেরা চার দলের মধ্যে প্লে-অফ লড়াই। ম্যাচ তিনটি। একটি এলিমিনেটর, একটি প্রথম কোয়ালিফায়ার এবং একটি দ্বিতীয় কোয়ালিফায়ার। তারপর সেরা দুই দলকে নিয়ে ৮ই ফেব্রুয়ারি ফাইনাল। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা প্লে-অফ এবং ফাইনাল ম্যাচগুলোর টিকিট  কোথায় পাওয়া যাবে? এর মূল্যইবা কী হবে এনিয়ে গতকাল এক বিবৃতি পাঠিয়েছে বিসিবি। বরাবরের মতো ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইন এবং সরাসরি।

অনলাইনে সহজডটকম এবং ইউক্যাশ-এর মাধ্যমে বিপিএলের টিকিট কিনতে পারবেন দর্শকরা। এ ছাড়া সরাসরি কিনতে পারবেন মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেট সংলগ্ন বুথ থেকে। সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ঠা ফেব্রুয়ারি। ম্যাচের আগের দিন ৩রা ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে এর টিকিট। গ্যালারি (রেগুলার) টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা, গ্যালারি (শেড) ৪০০ টাকা, ক্লাব হাউজ আর ভিআইপি স্ট্যান্ড ৭০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০০ টাকা। ৬ই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আগের দিন ৫ই ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে টিকিট। এই ম্যাচের জন্য গ্যালারি (রেগুলার) টিকিটের মূল্য ১০০ টাকা, গ্যালারি (শেড) ১৫০ টাকা, ক্লাব হাউজ আর ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ই ফেব্রুয়ারি। ৭ই ফেব্রুয়ারি থেকেই পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। ফাইনালের জন্য গ্যালারি (রেগুলার) টিকিটের মূল্য ৪০০ টাকা, গ্যালারি (শেড) ৫০০ টাকা, ক্লাব হাউজ আর ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০০ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫২ | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com